বিশ্বের প্রথম ওয়াইফাই সিক্স সার্টিফিকেশন পেল আসুসের হোম ওয়াইফাই রাউটার
সম্প্রতি আসুসের RT-AX88U রাউটারটি ওয়াইফাই অ্যালায়েন্স এর পক্ষ থেকে Wi-Fi Certified 6™ স্বীকৃতি পেয়েছে। ওয়াইফাই সিক্স সার্টিফিকেশন পাওয়া বিশ্বের অন্যান্য হোম রাউটারগুলোর মধ্যে আসুসের রাউটারটি বর্তমানে শীর্ষে অবস্থান করছে।
রাউটারটি সর্বাধুনিক ওয়াইফাই ৬ প্রযুক্তির সকল সুবিধা দিতে সক্ষম এবং ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ মানের হোম নেটওয়ার্কিং নিশ্চিত করে।
Wi-Fi 6(802.11ax) এর সুবিধা হলো এটি এর পূর্বের প্রজন্মের ডুয়াল ব্যান্ড Wi-Fi 5(802.11ac) এর তুলনায় ২.৩ গুন দ্রুতগতিতে ডাটা আদান-প্রদান করতে সক্ষম; নেটওয়ার্ক ডিভাইসের ধারণ ক্ষমতা দিতে পারে চার গুন বেশি। এছাড়া নতুন ফিচার হিসেবে থাকছে নেটওয়ার্ক অপটিমাইজেশন। এক্ষেত্রে একসাথে আরও বেশি ডিভাইস সংযোগ করা সম্ভব এবং সংযুক্ত ডিভাইসের ব্যাটারি খরচে অনেক বেশি সাশ্রয়ী হবে।
Wi-Fi Alliance® থেকে Wi-Fi Certified 6™ সার্টিফাইড হবার জন্য ASUS RT-AX88U রাউটারটিকে যথাযথ ওয়াইফাই সিক্স ক্ষমতার সর্বোচ্চ মানের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। যার সাথে ছিল WPA3 এবং OFDMA ডাটা ট্রান্সমিশন টেস্ট। এই Wi-Fi 6 সার্টিফিকেশন সর্বাধুনিক WPA3 সিকিউরিটি প্রোটোকল এবং Wi-Fi Agile Multiband™ মান নিশ্চিত করে থাকে। যেখানে WPA3 ডিভাইসকে আরও বেশি সুরক্ষিত ভাবে কানেক্ট করে এবং Wi-Fi Agile Multiband™ নেটওয়ার্ককে আরও বেশি অপটিমাইজ করে উন্নত মানের ওয়াইফাই কানেকশন প্রদান করতে সক্ষম।