বিশ্ব মিউজিকে সবচেয়ে বড় নাম ‘ব্ল্যাকপিংক’
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/11/12/blackpink.jpg)
ব্লুমবার্গের পপ স্টার পাওয়ার র্যাংকিংয়ে বিশ্ব মিউজিকের সবচেয়ে বড় নাম হিসেবে জায়গা করে নিয়েছে কে-পপ গার্ল ব্যান্ড 'ব্ল্যাকপিংক'।
ইউটিউব ভিউ, স্পোটিফাই স্ট্রিমসের তথ্য এবং অ্যালবাম ও কনসার্ট টিকেট বিক্রির ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে ব্লুমবার্গ। সেখানে সেরা দশের মধ্যে দক্ষিণ কোরিয়ার আর মাত্র একটি কে-পপ ব্যান্ড জায়গা পেয়েছে- 'বিটিএস'। তালিকায় ঠিক ১০ নম্বরে অবস্থান এই বয় ব্যান্ডের।
অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে নাম রয়েছে যুক্তরাষ্ট্রের দুই র্যাপার- যথাক্রমে পপ স্মোক ও কার্ডি বি'র।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/infograph/public/images/2020/11/12/pop_smoke.jpg)
ব্লুমবার্গ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে 'ব্ল্যাকপিংক'। শুধু অক্টোবর মাসেই তাদের গানের ভিউ হয়েছে ১০০ কোটি। অন্যদিকে, এই বিচারে স্পোটিফাইয়ে দ্বিতীয় অবস্থান তাদের।
তালিকার শীর্ষ দশে চতুর্থ থেকে নবম স্থানে যথাক্রমে রয়েছেন জাস্টিন বিবার, জুস ওয়ার্ল্ড, ড্রেক, আরিয়ানা গ্রান্ডে, ম্যালুমা ও ডাব্যাবি।
- সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট