বিয়ন্সের সাড়ে ৮ কোটি টাকার মালামাল চুরি
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি স্টোরেজ ইউনিট থেকে পপ তারকা বিয়ন্সের বিলাসবহুল হ্যান্ডব্যাগ ও পোশাক-সহ ১ মিলিয়ন ডলারেরও (প্রায় ৮ কোটি ৪৮ লাখ টাকা) বেশি মূল্যের জিনিসপত্র চুরি হয়েছে।
এই গায়িকার মালিকানাধীন মিউজিক প্রোডাকশন কোম্পানি পার্কউড এন্টারটেইনমেন্ট তিন তলা বিশিষ্ট ওই স্টোরেজ ভাড়ায় ব্যবহার করছে। এখানে এ মাসের শুরুতে দুবার চোরেরা হানা দেয় বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওখানকার লকার থেকে যেসব মালামাল চোরেরা নিয়ে গেছে, সেগুলোর বেশিরভাগই বিয়ন্সের।
তিনি যুক্তরাষ্ট্রে এ বছর স্টোরেজ থেকে মালামাল চুরির শিকার একমাত্র মার্কিন তারকা নন; বরং জানুয়ারিতে আরেক পপ তারকা মাইলি সাইরাসের জিনিসপত্রও একইভাবে চুরি গেছে।
বিয়ন্সের মালামাল চুরির ঘটনায় স্থানীয় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট