যুক্তরাষ্ট্রে তুষারঝড়: আক্রান্তদের পাশে বিয়ন্সে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে শীতকালীন মারাত্মক তুষারঝড়ে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে পপ-তারকা ও অভিনেত্রী বিয়ন্সের 'বিগুড' (BeyGOOD) ফাউন্ডেশন।
অ্যাডিডাস এবং ত্রাণসংস্থা ব্রেড অব লাইফের সঙ্গে সম্মিলিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই গায়িকার টিম। আক্রান্তদের জনপ্রতি অন্তত ১ হাজার ডলার অর্থ সহযোগিতা দেওয়ার পরিকল্পনা তাদের।
এজন্য একটি সুনির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে সাহায্যপ্রার্থীদের।
বিয়ন্সের ফাউন্ডেশনটি এক টুইটবার্তায় জানিয়েছে, 'এই সহযোগিতা সম্পর্কে আরও জানতে @BreadofLifeH ভিজিট করুন। এই তুষারঝড়ে যারা আক্রান্ত, তাদের সবার জন্য আমাদের প্রার্থনা রইল।'
এর আগেও বেশ কিছু স্থানীয় ও আন্তর্জাতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে বিয়ন্সের ফাউন্ডেশন। এছাড়া, আলোচিত 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনেও নিজের সংস্থা নিয়ে আন্দোলনকারীদের পাশে ছিলেন ৩৯ বছর বয়সী বিয়ন্সে।
এদিকে, তুষারঝড় ও অতি শীতল আবহাওয়ায় টেক্সাস-সহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চলের জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় নিদারুণ দিন কাটাচ্ছেন অনেক অধিবাসী। দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানীয় সংকট। নিউইয়র্ক টাইমসের সংবাদসূত্রে জানা যায়, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৩৮ জন প্রাণ হারিয়েছেন।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন