যে কারণে ২০ দিন মধুপুরে ভাবনা
দুদিন আগে 'এখানে কেউ থাকে না, আজ থেকে শুরু' লিখে ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। জানা যায়, এটা নতুন নাটক। বিটিভির জন্য নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ।
মঙ্গলবার সকালে ভাবনা জানালেন, তিনি মধুপুর। সেখানে থাকবেন আরও ১৭ দিন। ফেসবুকে মেসেঞ্জারে কথা হয় এই অভিনেত্রীর সঙ্গে। দুদিন আগে যে নাটক শুটিং শুরু, সেটা শেষ না করেই কি মধুপুর গেলেন তিনি?
খোলাসা করেন ভাবনা। ওই নাটকের শুটিংয়ের জন্যই তিনিসহ পুরো টিম এখন টাঙ্গাইলের মধুপুরে। সেখান থেকেই তিনি জানান, প্রথমবারের মতো বিটিভির ধারাবাহিক নাটকে কাজ করছেন। এর গল্প এক অতিলৌকিক ঘটনা ঘিরে।
ফেসবুকে নিজের চরিত্রের একটা ছবিও পোস্ট করেছেন তিনি। সেটা দেখে অনুমান করা যায় গল্পের খানিকটা। ভাবনা বলেন, "'এখানে কেউ থাকে না' নাটকে আমার চরিত্রের নাম অর্পিতা। নাটকটিতে আমরা দেখব, পুরো পরিবার ঢাকা থাকলেও গল্পের প্লট আমাদের জঙ্গলবাড়ি মধুপুরে। সেখানে এই পরিবারের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে।"
ভাবনা আরও বলেন, 'আমার চরিত্রটির মধ্যে শারীরিক ও মানসিক- দুই ধরনেরই চ্যালেঞ্জ রয়েছে। মেয়েটি যা বলে, তা-ই অনেকটা মিলে যায়। যদিও সেটা সচেতনভাবে বলে না সে। এ ধরনের চরিত্রে অভিনয় করা কঠিন। এ কারণে আমাকে বেশ হোমওয়ার্ক করতে হয়েছে।'
লোকেশন নিয়ে বেশ আনন্দিত ভাবনা। বলেন, 'মধুপুরের রসুলপুরে শুটিং করছি। জায়গাটা খুব সুন্দর। এখন যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে বানর হাঁটছে। অনেকদিন পর খুব আনন্দ নিয়ে কাজ করছি।'
জানা যায়, মধুপুরে একটানা ৩০ পর্বের কাজ হবে। দীর্ঘ এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, সজল, রওনক হাসান, জেনি ও নীলাঞ্জনা নীলা।
নাটকটি শিগগিরই দেখা যাবে বিটিভিতে।