সালমানের পরিবারে করোনার হানা
'রাঁধে' মুক্তির মাত্র দিনকয়েক আগে খারাপ খবর, এবার করোনাভাইরাসের থাবা বলিউড তারা সালমান খানের পরিবারে। 'ভাইজানে'র দুই বোন- অলভিরা ও অর্পিতা খান দুজনের করোনা পজিটিভ।
সালমান নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
'রাঁধে : ইউর মোস্ট ওয়ান্টেড ভাই' চলচ্চিত্রের প্রমোশন্যাল ইন্টারভিউতেই বোনেদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। আগামী বৃহস্পতিবার সিনেমা-হল ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে এই ছবি।
বোনেদের সংক্রমিত হওয়ার কথা জানিয়ে সালমান বলেন, এতদিন দূরের মানুষজনদের করোনা আক্রান্ত হওয়ার কথা তিনি শুনতেন, তবে এবার করোনা এক্কেবারে ঘরে চলে এসেছে। গত বছর তার দুই ড্রাইভার কোডিভ আক্রান্ত হয়েছিল বলে জানান সালমান।
অভিনেতা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ অনেক বেশি মারাত্মক।
সালমান খানের নিজের বোন অলভিরা খান অগ্নিহোত্রী। অভিনেতা তথা পরিচালক অতুল অগ্নিহোত্রীর স্ত্রী ৫১ বছর বয়সী অলভিরা। সালমা খান ও সেলিম খানের একমাত্র কন্যা তিনি। অন্যদিকে সেলিম খান ও তার দ্বিতীয় স্ত্রী হেলেনের দত্তক কন্যা অর্পিতা। যদিও সালমানের কাছে নিজের মেয়ের চেয়ে কোনো অংশ কম নন তিনি। গোটা পরিবারের সবচেয়ে আদুরে মেয়ে অর্পিতা খান শর্মা।
২০১৪ সালে আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতার। খান পরিবারের জামাই হওয়ার পরেই সালমান খানের হাত ধরে বলিউড সফর শুরু করেন আয়ুশ। শিগগিরই সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে তার, 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে।