স্করসেজির নতুন সিনেমায় অচেনা লিওনার্দো
প্রখ্যাত চলচ্চিত্রকার মার্টিন স্করসেজির নির্মাণাধীন বহু আকাঙ্ক্ষিত ওয়েস্টার্ন সিনেমা 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'-এর এই প্রথম কোনো ছবি প্রকাশ পেল।
সেখানে আর্নেস্ট চরিত্রের লিওনার্দো ডিক্যাপ্রিও ও মলি বার্খার্ট চরিত্রের লিলি গ্ল্যাডস্টোনের দেখা মেলে। বিংশ শতকের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলে এক ন্যাটিভ ওসেজ নারীর প্রেমে এক শ্বেতাঙ্গ পুরুষের পড়া ঘিরে এর কাহিনি।
প্রকাশ পাওয়া ছবির ফার্স্ট লুকে ডিক্যাপ্রিওকে যথেষ্ট অচেনা লাগছে। এই ছবিতে এক ডাইনিং রুমে গ্ল্যাডস্টোনের পাশে বসে থাকতে দেখা যায় তাকে।
ডেভিড গ্র্যানের বেস্ট-সেলিং গ্রন্থ 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন' অবলম্বনে একই শিরোনামে এই সিনেমা বানাচ্ছেন বর্ষিয়ান স্করসেজি। ১৯২০-এর দশকে ওকলাহোমা অঞ্চলে নিজ ভূখণ্ডে তেল আবিষ্কার হওয়ার পর ন্যাটিভ আমেরিকানদের ওপর চালানো গণহত্যা ঘিরে ওই নন-ফিকশন বইটি লিখেন গ্রান। সেই গণহত্যা 'ওসেজ ইন্ডিয়ান মার্ডারস' নামে ইতিহাসে কুখ্যাত।
বলে রাখা ভালো, বাস্তবজীবনেও গ্ল্যাডস্টোন একজন ন্যাটিভ আমেরিকান।
লিওনার্দো-গ্ল্যাডস্টোনের পাশাপাশি স্করসেজির সিনেমাটিতে আরও অভিনয় করছেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমনস, জিলিয়ান ডিয়ন প্রমুখ।
করোনাভাইরাস মহামারির কারণে এক বছর পিছিয়ে এ চলচ্চিত্রের শুটিং শুরু হয় গত ১৯ এপ্রিল। কবে নাগাদ মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।
-
সূত্র: নিউইয়র্ক পোস্ট