স্করসেজির নতুন সিনেমায় লিলি গ্ল্যাডস্টোন
'ট্যাক্সি ড্রাইভার'খ্যাত চলচ্চিত্রকার মার্টিন স্করসেজির নতুন সিনেমা 'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'-এ অভিনেত্রী হিসেবে হলিউড তারকা লিলি গ্ল্যাডস্টোনকে দেখা যাবে।
১৯২০-এর দশকের ওকলাহোমার প্রেক্ষাপটে এবং বর্বরোচিত ওসেজ ন্যাশন নেটিভ আমেরিকান হত্যাকাণ্ড ঘিরে ডেভিড গ্রেনের বেস-সেলিং উপন্যাস অবলম্বনে এই সিনেমা বানাবেন স্করসেজি।
'কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন'-এ আরও অভিনয় করবেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও রবার্ট ডি নিরো।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা মুক্তির সম্ভাব্য তারিখ এখনো জানানো হয়নি।
মঞ্চাভিনেত্রী হিসেবে খ্যাতিমান হয়ে ওঠা গ্ল্যাডস্টোন রুপালি পর্দায় প্রথম পা রাখেন ২০১৬ সালে, 'সার্টেন উইমেন' সিনেমার মাধ্যমে।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন