‘দীপু’ এখন কোথায়?
১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল শিশুতোষ চলচ্চিত্র 'দীপু নাম্বার টু'। শিশু-কিশোরদের কাছে প্রিয় এই ছবি নির্মাণ করা হয়েছিল মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস 'দীপু নাম্বার টু' অবলম্বনে। চলচ্চিত্রটি নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। নাম ভূমিকায় অভিনয় করেন অরুণ সাহা নামে এক কিশোর। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। দীপু চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন অরুণ।
ছবিটি মুক্তির ২৫ বছর হতে যাচ্ছে। ছবির যেমন বয়স বেড়েছে,বয়স হয়েছে অরুণ সাহারও।
'দীপু নাম্বার টু' ছবি মুক্তির পর দারুণ জনপ্রিয় হয়ে ওঠা দীপু চরিত্রের অভিনেতা অরুণ এখন কোথায়?
কদিন আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে খোঁজ করা হয় অরুণ সাহার। জানা যায়, তিনি এখন কানাডায়। ই-মেইলের মাধ্যমে তিনি বলেন, "'দীপু নাম্বার টু' ছবিটির ২৫ বছর হয়ে গেছে, এটা তো খেয়াল ছিল না। আমরা যারা ছোটরা অভিনয় করেছিলাম, তারা এখন নিজেরাই দিপুর বাবার বয়সী হয়ে গেছি!"
অরুণ সাহা নিজের বর্তমান কাজ নিয়ে বলেন, 'আমি ২০১৫ সালে আয়ারল্যান্ড গিয়েছিলাম। সেখানকার ডাবলিন শহরের নিউপার্ক মিউজিক সেন্টারে একটা কোর্স করেছি। পড়াশোনার বিষয় ছিল বার্কলি ট্রাক (হায়ার সার্টিফিকেট অব মিউজিক)। তারপর ২০১৬ সালে কানাডায় চলে আসি। এখানে আছি আপাতত। মিউজিক নিয়ে নিয়মিত চর্চা করছি। বড় কোনো কাজ করতে পারলে সবাইকে জানাব।'
অরুণ জানান, 'দীপু নাম্বার টু' মুক্তি পাওয়ার পর সবাই তাকে দীপু নামেই ডাকা শুরু করে। তবে অভিনয়ের চেয়ে তার আগ্রহ বেশি ছিল মিউজিকের প্রতি। এ কারণেই ক্লাসিক্যাল মিউজিক একাডেমি অব ঢাকার হয়ে শিল্পকলা একাডেমি, ছায়ানটসহ বিভিন্ন জায়গায় অর্কেস্ট্রাল মিউজিক পারফর্ম করছেন।
তিনি ক্ল্যাসিকাল গিটার ও ট্রামপেট বাজান। টিভি অনুষ্ঠানেও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক পারফর্ম করেছেন। বিটিভির বেশ কিছু অনুষ্ঠানেও দেখা মিলেছে তার পরিবেশনার।
দীপু চরিত্রে অভিনয়ের স্মৃতি মনে করে তিনি বলেন, "ছবিটিতে অভিনয়ের আগে কখনোই অভিনয় করিনি। হঠাৎ করেই 'দীপু নাম্বার টু' ছবিতে অভিনয়ের সুযোগ পাই। প্রাথমিক বাছাইপর্বে আমি জানতাম না, ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করব। যখন জানলাম দীপু চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, বেশ ভয় পেয়েছিলাম। পরে অবশ্য পরিচালকের সহায়তায় কাজটা শেষ করেছিলাম।"
'দীপু নাম্বার টু' ছবি মুক্তির দুই-তিন বছর পর শিশুশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অরুণ।
এত জনপ্রিয় ছবির কেন্দ্রীয় চরিত্রের পর আর নিয়মিত অভিনয়ে দেখা যায়নি অরুণকে। কারণ কী?
অরুণ বলেন, "'দীপু নাম্বার টু' মুক্তির পর বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু সেগুলো ছিল নায়কের ছোটবেলার চরিত্রে। এ কারণে আগ্রহ পাইনি। তারপর পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এ কারণে অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।"
অরুণ সাহা পড়েছেন সেন্ট যোশেফ স্কুলে। তারপর ভর্তি হন নটরডেম কলেজে। কলেজ শেষ করে বুয়েটে ভর্তি হলেও সেখানে পড়া হয়নি। স্কলারশিপ নিয়ে দিল্লি ইউনিভার্সিটিতে পড়তে যান। সেখানে পড়ালেখা শেষ করে চাকরিসূত্রে ভারত, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশে বেশ কয়েক বছর কেটে যায় তার। এ সময়ে অভিনয় করা হয়নি। তবে দেশে এসে একটি বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন। কিন্তু সেখানেও স্থায়ী হতে পারেননি। পাড়ি দিয়েছেন কানাডায়।