‘ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন’-এর ট্রেলার প্রকাশ
অবশেষে প্রকাশ্যে সিটকম সিরিজ 'ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন'-এর ট্রেলার। এইচবিও'র পক্ষ থেকে ট্রেলার মুক্তি পেতেই উচ্ছ্বাসের ঢল নেমেছে নেট দুনিয়ায়। বহুল প্রতীক্ষিত এই এপিসোডে দেখা মিলবে 'ফ্রেন্ডসে'র ৬ মুখেরই- জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, ম্যাথিউ পেরি, লিসা কুড্রো, ডেভিড স্কিমার এবং অবশ্যই ম্যাট লেব্লাঙ্ক।
ছয় বন্ধুকে জোয়ি, মনিকা, র্যাচেল, রস, চ্যান্ডলার ও ফিবি'কে দেখা যাবে 'ফ্রেন্ডস'-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন সেটে ঘুরে বেড়াতে আর তা নিয়ে নিজেদের মজার মজার অভিজ্ঞতা শেয়ার করতে। শুধু তাই নয়, ডেভিডের সঙ্গে ট্রিভিয়া নাইটেও অংশ নেবেন অন্য পাঁচজন।
দশ সিজনের সঙ্গে যুক্ত নানা তথ্য় আদৌ কতটা স্মৃতিতে আছে, তাই বাজিয়ে দেখবেন ডেভিড!
লাইভ অডিয়েন্সের সামনে 'ফ্রেন্ডস'-এর এই ছয় তারকার সাক্ষাৎকার নেবেন জেমন করডেন। এদিনের রিইউনিয়নে উপস্থিত থাকবেন 'ফ্রেন্ডস'-এর অন্যান্য পার্শ্ব-চরিত্র, যেমন জেনিস, ম্যাগি হুইলার, ড. রিচার্ড ব্রুক। গ্রুপ হাগ থেকে পুরনো স্মৃতি মনে করে ফেলা চোখের জল, ৬ বন্ধুর নানা আবেগের সাক্ষী হতে ২৭ মে অবশ্যই চোখ রাখতে হবে এইচবিওতে।
সিরিজে সবকিছুতেই বাড়াবাড়ি রকমের উচ্ছ্বাস প্রকাশ করতেন কোর্টনি কক্স ওরফে মনিকা। তিনি এই রিউনিয়নের খবর টুইট করে লিখেছেন, 'এসব ঘটনা প্রতিবছর ঘটে না। এমনকি প্রতি ১০ কিংবা ১৫ বছরেও একবার ঘটে না। আমার ভাগ্য ভালো, ফ্রেন্ডসদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পেয়েছি।'
আপাতত 'ফ্রেন্ডস'-এর ভক্তরা এই রিইউনিয়ন শোয়ের ট্রেলার দেখে জেনিসের মতো করেই নিশ্চয়ই বলেছেন 'ও মাই গড!'