‘হৃদ মাঝারে’র ‘সুন্দরী’ আইরিন!
নতুন একটি চলচ্চিত্রের কাজ প্রায় শেষ করেছেন মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত 'হৃদ মাঝারে' চলচ্চিত্রে 'সুন্দরী' চরিত্রে দেখা যাবে তাকে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে আইরিন জানান, গ্রামীণ পটভূমিতে ফোক কাহিনিভিত্তিক এই চলচ্চিত্রের শুটিং শুরু হয় ২৩ ফেব্রুয়ারি। পুবাইলের কয়েকটি শুটিং হাউস এবং আশপাশের এলাকায় সম্পন্ন হয়েছে বেশির ভাগ অংশের শুটিং। শুধু দুটি গানের শুট বাকি। সেগুলোর কাজও শিগগিরই কক্সবাজারে শুরু হবে।
শাপলা মিডিয়া প্রযোজিত 'হৃদ মাঝারে'তে নায়ক হিসেবে আইরিনের বিপরীতে রয়েছেন সাঞ্জু জন। চলচ্চিত্রটিতে প্রধান ভিলেনের চরিত্রে দেখা যাবে জেমিকে।
আইরিন বলেন, 'পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর সঙ্গে এটা আমার প্রথম কাজ। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালো লাগছে।'
চলচ্চিত্রটির সম্ভাব্য মুক্তির তারিখ প্রসঙ্গে আইরিন জানান, এ ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালক সিদ্ধান্ত নেবেন।
এর মধ্যে আরেকটা চলচ্চিত্রের কাজ শুরু করবেন এক সময়ের শীর্ষ র্যাম্প মডেল আইরিন। 'চৈত্রের দুপুর' নামের ওই চলচ্চিত্রের পরিচালক জেসমিন আক্তার নদী। সেটিও শাপলা মিডিয়ার প্রযোজনা।
ওই চলচ্চিত্রের শুটিং ইতোমধ্যেই শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে কিছুদিন পিছিয়েছে বলে জানিয়েছেন আইরিন।