অ্যাম্বার হার্ডের অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিচারক, নতুন করে শুনানি অসম্ভব
প্রাক্তন স্বামী জনি ডেপের আনা মানহানি মামলায় নতুন করে শুনানি পাচ্ছেন না মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। মামলার ছয় সপ্তাহব্যাপী শুনানিতে প্রধান বিচারক ছিলেন পেনি আজকারেট। তিনি অ্যাম্বার হার্ডের অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছেন, এই মামলার নতুন করে শুনানি সম্ভব নয়।
৩৬ বছর বয়সী মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ডের আইনজীবিরা বিভিন্ন প্রেক্ষিতে এ মামলার নতুন করে শুনানি চেয়েছিলেন। এর মধ্যে রয়েছে ১৫ নম্বর জুরির পরিচয় নিয়ে সন্দেহ। হার্ড ও তার আইনিজীবিদের দাবি, রায় ঘোষণার দিন ১৫ নম্বর জুরি ছিলেন নকল ব্যক্তি! তার জন্মসাল ও বয়সের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা।
'অ্যাকুয়াম্যান' তারকার অভিযোগের প্রেক্ষিতে ওই জুরিকে তলব কর হয়। বুধবার প্রধান বিচারক জানান, জুরিদের জন্য নির্ধারিত প্রশ্নাবলীর সব তথ্যই ওই জুরি পূরণ করেছেন এবং দুই পক্ষ থেকেই তাকে প্রশ্ন করা হয়েছে।
প্রধান বিচারক পেনি আজকারেট লেখেন, "উভয়পক্ষই জুরি প্যানেলকে সারাদিন ধরে প্রশ্ন করেছিল এবং আদালতকে জানিয়েছিল যে তাদের সবকিছু ঠিকঠাক আছে। তারপরেই এই জুরি প্যানেলকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়। তাই একথা স্পষ্ট বলা যায় যে এখানে জালিয়াতি বা খারাপ কাজের কোনো প্রমাণ নেই।"
তিনি আরো যোগ করেন, "বিবাদী পক্ষ এই অভিযোগ করেনি যে ১৫ নম্বর জুরি তার ব্যাপারে অযৌক্তিক আচরণ করেছে। তাকে আগে যাচাই করা হয়েছে, তিনি পুরো জুরির সাথে বসেছেন, আলোচনা করেছেন এবং একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। আদালতের সামনে প্রমাণ আছে যে জুরিরা সবাই তাদের শপথ মেনে চলেছেন এবং আদালতের সকল নির্দেশনা অনুসরণ করেছেন। তাই জুরিদের দেওয়া সিদ্ধান্ত মেনে নিতে আদালত বাধ্য।"
তবে প্রধান বিচারকের এই বক্তব্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অ্যাম্বার হার্ড।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে আইনি বিশেষজ্ঞরা ইয়াহু এন্টারটেইনমেন্টকে জানিয়েছেন, নতুন করে শুনানি চাওয়ার পক্ষে অ্যাম্বার হার্ডের কাছে কোনো জোরাল যুক্তি নেই।
আইনি বিশ্লেষক এমিলি ডি বেকার বলেন, "ভার্জিনিয়ার আইন অ্যাম্বার হার্ডের এই দাবিকে সমর্থন করে না যে ১৫ নম্বর জুরির কারণে মামলায় অসঙ্গতি রয়েছে। তার আইনি দলের পূর্ণ সুযোগ ছিল ঐ জুরিকে জিজ্ঞাসাবাদ করার এবং শুনানি চলার সময়ই বিচারককে সেই সম্পর্কে অবহিত করার। কিন্তু তারা তা করেননি। আদালত জুরি প্যানেল সম্পর্কে যা যা তথ্য দিয়েছে, হার্ডের আইনি দল তা মেনে নিয়েছে এবং এ সম্পর্কে নতুন করে কোনো তথ্যই এখনো প্রকাশ হয়নি।"
তিনি আরো যোগ করেন, "অভিনেত্রীর আইনি দলের কাছে জুরিদের পূর্ণাঙ্গ তালিকা ছিল এবং তাদের জন্মতারিখসহ অন্যান্য তথ্যও ছিল এতে। তারা শুধু আদালতকে চাপ দেওয়ার চেষ্টা করছে, এটা বাস্তবে পরিণত হওয়া সম্ভব নয়।"
হলিউড অভিনেতা জনি ডেপের আনা ৫০ মিলিয়ন ডলারের মানহানি মামলায় কার্যত পরাজয় ঘটেছে অ্যাম্বার হার্ডের। আদালত দুই পক্ষকেই দোষী মানলেও, অ্যাম্বার হার্ডকে নির্দেশ দেন ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে, যা এখন কমতে কমতে ১০.৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে।
কিন্তু অভিনেত্রীর আইনি দল জানিয়ে দিয়েছে যে এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধের সামর্থ্য নেই অ্যাম্বার হার্ডের।
এদিকে ডেপ গণমাধ্যমের সামনে যা যা বলেছেন, সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা করেছিলেন অ্যাম্বার হার্ড। তিনি তিনটির মধ্যে একটি রায় জিতেছেন এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে ২ মিলিয়ন ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে ডেপকে। তবে বর্তমান আইনি লড়াই নিয়ে ডেপের সঙ্গে এখনো সমঝোতায় বসেননি এই অভিনেত্রী।
সূত্র: ইয়াহু