জুলিয়া রবার্টসের জন্মের পর হাসপাতালের বিল দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র!
হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস সম্পর্কে একটি তথ্য যা অনেকেরই ছিল অজানা, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে তা পুরোপুরি প্রকাশ্যে এসেছে। টুইটারের প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে, জুলিয়া রবার্টের জন্মের পর তার হাসপাতালের বিল দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র!
গত ২৮ অক্টোবর 'প্রিটি ওম্যান' অভিনেত্রীর ৫৫তম জন্মদিন উপলক্ষে কনসালটেন্ট জারা রহিম জুলিয়া রবার্টসের একটি ভিডিও ক্লিপ টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায়, সাংবাদিক গেইল কিং এর সঙ্গে নিজের জন্মের সময়কার স্মৃতিচারণ করছেন অভিনেত্রী। এসময়ই জুলিয়া জানান, তার জন্মের পর হাসপাতালের বিল ও অন্যান্য খরচ বহন করেছিলেন ডা. কিং এবং তার স্ত্রী কোরেটা স্কট কিং। কারণ জুলিয়ার বাবা মায়ের হাসপাতালের বিল পরিশোধের সক্ষমতা ছিল না।
"আমার মা-বাবার আটলান্টায় একটা থিয়েটার স্কুল ছিল, যেটার নাম ছিল অ্যাক্টরস অ্যান্ড রাইটারস ওয়ার্কশপ। তারপর একদিন কোরেটা স্কট কিং আমার মাকে কল করলেন এবং জিজ্ঞেস করলেন, তার সন্তানেরা ওই স্কুলে যোগদান করতে পারে কিনা, কারণ অন্যান্য স্কুলগুলো তাদের ভর্তি নিতে চাইছিল না। এরপর আমার মা সানন্দেই রাজি হয়ে যান, আর এখান থেকেই নাগরিক অধিকার আন্দোলনের নেতাদের সাথে আমার বাবা-মায়ের বন্ধুত্ব শুরু হয়", বলেন জুলিয়া রবার্টস।
জুলিয়ার বাবা-মায়ের সাথে বন্ধুত্বের কারণে যে ছোট্ট শিশুটির হাসপাতালের বিল তারা দিয়েছিলেন, বড় হয়ে তিনিই হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী!
জুনিয়ার ভাষ্যে, "সেদিন আমাদের বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র এবং তার স্ত্রী।"
সূত্র: সিএনএন