হোসে মরিনহোই জেমস বন্ড ভিলেনের চরিত্রে সবচেয়ে উপযুক্ত: স্যাম মেন্ডেজ
নিজের চড়া মেজাজের জন্য সাইডলাইনে থেকে প্রায়ই ভিলেনে পরিণত হন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ডাগআউট ছেড়ে বেরিয়ে এসে রেফারি কিংবা খেলোয়াড়, অথবা কোনো স্টাফের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে কোচিং ক্যারিয়ারে অনেকবার হলুদ কার্ড ও লাল কার্ড দেখেছেন রোমার বর্তমান কোচ। এবার বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা স্যাম মেন্ডেজ বলেছেন, আগামী জেমস বন্ড চলচ্চিত্রে ভিলেন হিসেবে মরিনহোকেই সবচেয়ে উপযুক্ত মনে করেন তিনি!
রামি মালেক থেকে শুরু করে ডোনাল্ড প্লেজেন্স, বন্ড ভিলেন হিসেবে আগেপরে বহু অভিনেতার নামই আলোচনায় এসেছে। কিন্তু চলচ্চিত্রের সঙ্গে তেমন যোগসূত্র না থাকা মরিনহোকে কেন এই বিশেষ ভূমিকায় বিবেচনা করলেন মেন্ডেজ, তা সত্যিই অবাক করার মতো!
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি ফিচারের জন্য স্যাম মেন্ডেজকে প্রশ্ন করা হয়েছিল, কোন অভিনেতাকে বন্ড ভিলেনের চরিত্রে নিলে সবচেয়ে ভালো হবে? তখন 'স্কাইফল' পরিচালক উত্তর দেন, "হোসে মরিনহো। তার চেয়ে ভালো ভিলেন আপনি পাবেন না। তাই নয় কি?"
স্যাম মেন্ডেজের এমন উত্তর দেওয়ার কারণ সবার কাছে স্পষ্ট না হলেও, ফুটবল মাঠের লড়াইয়ে কিন্তু কখনোই পিছপা হননি মরিনহো! প্রিমিয়ার লিগের কোচ হিসেবে থাকার সময় বিখ্যাত কিছু দ্বন্দ্বের জন্ম দিয়েছেন এই পর্তুগিজ। তার ধৃষ্টতাপূর্ণ হাসি এবং প্রচন্ড অহংবোধ তাকে বন্ড ভিলেন হওয়ার মতো সব যোগ্যতাই দিয়েছে! সে কারণেই হয়তো মেন্ডেজ তার নামই সুপারিশ করেছেন।
তবে ৫৯ বছর বয়সী কোচ মরিনহো যে খুব শীঘ্রই অভিনয়ে নাম লেখাবেন এমনটা মনে হচ্ছে না। আপাতত ইউরোপিয়ান ফুটবলে রোমাকে এগিয়ে নিতেই ব্যস্ত তিনি। বিশ্বকাপ শেষ হওয়ার পর এখনও লিগের খেলায় ফেরেনি রোমা। আগামী ৪ জানুয়ারি বোলোনিয়ার সাথে তাদের ম্যাচ রয়েছে।
সূত্র: গোল