চলে গেলেন কিংবদন্তি ব্রিটিশ গিটারবাদক জেফ বেক
কিংবদন্তি ব্রিটিশ গিটারবাদক ও হলিউড অভিনেতা জনি ডেপের ঘনিষ্ঠ বন্ধু জেফ বেক মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। বুধবার জেফ বেকের অফিসিয়াল ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়, খবর বিবিসির।
আটবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এই গিটারবাদক ষাটের দশকের রক ব্যান্ড ইয়ার্ডবার্ডস-এ যোগদানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান। এরিক ক্ল্যাপটনের প্রস্থানের পরপরই তিনি এ ব্যান্ডে যোগ দেন, যদিও বেশিদিন এখানে থাকেননি জেফ। পরবর্তীতে ইয়ার্ডবার্ডস ছেড়ে দিয়ে রড স্টুয়ার্টের সাথে মিলে তিনি 'জেফ বেক গ্রুপ' গঠন করেন।
জেফ বেককে মনে করা হয় বিশ্বের অন্যতম সেরা একজন গিটারবাদক। প্রয়াত ব্রিটিশ তারকার ওয়েবসাইটে বলা হয়েছে, "জেফ বেকের পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে, জেফ বেক আর আমাদের মাঝে নেই। হঠাৎ করেই ব্যাক্টেরিয়াল মেনিনজাইটিসে সংক্রমণের পর তিনি শান্তিপূর্ণভাবেই চিরনিদ্রায় গিয়েছেন। এই দুঃসময়ে জেফ বেকের পরিবার তাদের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছে।"
সম্প্রতি হলিউড তারকা জনি ডেপ তার প্রাক্তন স্ত্রীর সাথে মানহানি মামলা জিতে ফেরার পর জেফ বেককে তার সঙ্গে একটি কনসার্টে দেখা গিয়েছিল। গত বছরের জুলাইয়ে দুজনে মিলে '১৮' নামে একটি অ্যালবামও প্রকাশ করেছিলেন। জেফের সঙ্গে কাজ করা প্রসঙ্গে জনি ডেপ বলেছিলেন, "জেফ বেকের মতো একজন কিংবদন্তির সাথে গান গাওয়া আমার জন্য এক বিরল সম্মানের ব্যাপার। তিনি বিশ্বের অন্যতম সেরা একজন সঙ্গীতশিল্পী, যাকে কিনা এখন আমি নিজের ভাই বলে ডাকার সুযোগ পেয়েছি।"
নিজস্ব সূত্রের বরাত দিয়ে পিপল ম্যাগাজিন জানিয়েছে, 'পাইরেটস অব 'দ্য ক্যারিবিয়ান' তারকা এখনও প্রিয় বন্ধুর মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তিনি পুরোপুরি ভেঙে পড়েছেন। পিপল ম্যাগাজিনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, জেফ বেকের মৃত্যুর সময় তার পাশেই ছিলেন জনি ডেপ।
এদিকে কিংবদন্তি সঙ্গীত তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত অঙ্গনে। রক আইকন ওজি অসবোর্ন, যার সঙ্গে একসময় কাজ করেছিলেন জেফ বেক, তিনি প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 'কিস' ব্যান্ডের প্রধান গায়ক জিন সিমনস বেকের চলে যাওয়াকে 'হৃদয়বিদারক' বলে আখ্যা দিয়েছেন।
টুইটারে সিমনস লিখেছেন, "জেফের মতো করে আর কেউই গিটার বাজাতে পারতো না।" সঙ্গীতশিল্পী পল ইয়ং জানিয়েছেন, জেফের মৃত্যুর খবর শোনার পর তিনি 'ভেঙে পড়েছেন'। ইয়ং টুইটারে লিখেছেন, "তাকে (জেফ বেক) যারা চিনতো, সবাই তাকে ভালোবাসতো।" তিনি জেফ বেককে 'গিটারবাদকদের গিটারবাদক' বলে আখ্যা দিয়েছেন।
ইয়ার্ডবার্ডসের হয়ে কাজ করার সময়ই সঙ্গীতের জগতে পথিকৃৎ হয়ে উঠেছিলেন জেফ বেক। ১৯৬৬ সালে তিনি সহকর্মী, গিটারবাদক জিমি পেজের সঙ্গে কাজ করেন। জিমি পরবর্তীতে বিখ্যাত রক ব্যান্ড লেড জেপেলিন প্রতিষ্ঠা করেন।
এর এক বছর পর জেফ বেক নিজের ব্যান্ড 'জেফ বেক গ্রুপ' প্রতিষ্ঠা করেন এবং বিশ্বব্যাপী সুনাম ও খ্যাতি অর্জন করেন। ২০১৫ সালে রোলিং স্টোন ম্যাগাজিন প্রকাশিত সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের তালিকায় জেফ বেকের নাম ছিল পঞ্চম স্থানে।