কেট উইন্সলেটের সিরিজ থেকে অনুপ্রাণিত চরিত্রে এবার দেখা যাবে কারিনা কাপুরকে!
তিনিই মা, আবার তিনিই গোয়েন্দা। ইংল্যান্ডে বাকিংহামশায়ারের ছোট্ট এক শহরে খুনের কিনারা করতে যাবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অভিনেত্রী জানিয়েছেন, শীঘ্রই আসছে তার নতুন ছবি 'দ্য বাকিংহাম মার্ডার্স'। ছবিটির পরিচালনায় রয়েছেন হংসল মেহতা। আর সবচেয়ে বড় কথা হলো, ছবিতে কারিনার চরিত্রটি হলিউডের ড্রামা সিরিজ 'মেয়ার অব ইস্টটাউন'-এ কেট উইন্সলেটের চরিত্র থেকে অনুপ্রাণিত।
কারিনা জানিয়েছেন, সদ্যই তার ছবিটির শ্যুটিং শেষ হয়েছে। তিনি আরো জানিয়েছেন, বালাজি টেলিফিল্মসের পক্ষ থেকে তাকে প্রযোজক হিসাবেও এই কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। এরপর চিত্রনাট্য পড়ে ভালো লাগায় একতা কাপুর এবং হংসলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন কারিনা।
কারিনার ভাষ্যে, "ছবির ৮০ শতাংশ সংলাপই ইংরেজি ভাষায়। বাকি ২০ শতাংশ হিন্দিতে।"
এক সাক্ষাৎকারে কারিনা বললেন, "মেয়ার অব ইস্টটাউন' আমার ভীষণ ভীষণ প্রিয় একটা সিরিজ। যখন হংসল আমার কাছে চিত্রনাট্য নিয়ে এলেন, আমি শুধু বললাম এমন কাজের জন্যই বেঁচে ছিলাম! পুলিশের গোয়েন্দা চরিত্রে অভিনয় আমার জীবনে প্রথমবার। চরিত্রটি করতে পেরে আমি ধন্য।"
সম্প্রতি সুজয় ঘোষের 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স'-এর কাজ শেষ করেছেন কারিনা। সেটিও থ্রিলার ঘরানার ছবি। এই ছবি দিয়েই ওটিটিতে আত্মপ্রকাশ করবেন অভিনেত্রী। হাতে রয়েছে আরও একগুচ্ছ ছবির কাজ।
সূত্র: ফিল্মফেয়ার