গানের জাদুতে জাহাঙ্গীরনগর মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত
শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় গানের জাদুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চ মাতিয়েছেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি গায়ক-গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্ত। তার গানের সুরে যেন মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে জাবিতে প্রথমবারের মতো এসেছিলেন অঞ্জন। রাত ৮ টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশনের জন্য ওঠেন 'বেলা বোস' খ্যাত এই কিংবদন্তি। এরপর প্রায় দুই ঘণ্টা মুক্তমঞ্চ কাঁপিয়ে রাত ১০টার দিকে মঞ্চ থেকে বিদায় নেন তিনি।
'শুনতে কি চাও' দিয়ে শুরু করে তার সবচেয়ে জনপ্রিয় গান 'বেলা বোস' দিয়ে শেষ করেন পরিবেশনা। মাঝে গেয়েছেন 'হ্যালো বাংলাদেশ', 'রঞ্জনা আমি আর আসবোনা', 'আমি আসবো ফিরে', 'তুমি না থাকলে', 'ম্যারি অ্যান', 'আমি বৃষ্টি দেখেছি', সহ তার জনপ্রিয় আরও অনেক গান।
অঞ্জনের কনসার্ট উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মুক্তমঞ্চে ভিড় করতে থাকেন শুক্রবার দুপুর থেকেই। ঢাকা, এমনকি ঢাকার বাইরে থেকেও এসেছিলেন অনেক সাবেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জেবুন্নেসা খান জানান, গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়। সে সময়ে অফিস থেকে দুইদিনের ছুটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে থেকেছেন। শুক্রবার অঞ্জন দত্তের কনসার্টের খবর জানতে পেরে, আবারও দিন পাঁচেকের ব্যবধানে ক্যাম্পাসে এসেছেন তিনি।
"ছোটবেলা থেকে অঞ্জন দত্তের গান শুনছি। নিজের বিশ্ববিদ্যালয়ে প্রিয় শিল্পীর সরাসরি কনসার্ট উপভোগ করার সুযোগ মিস করতে চাইনি; তাই সব কাজ ফেলে আবারও চলে এসেছি," যোগ করেন জেবুন্নেসা।
কানসার্টে অঞ্জন দত্তের ছেলে নীল দত্তও গেয়েছেন দুটি গান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক আলমগীর কবির এবং প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সহ প্রশাসনের আরও অনেকে।
উপমহাদেশের জনপ্রিয় গায়ক-গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্তের জন্ম ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি। সম্প্রতি ৭০-এ পা দিয়েছেন এই কিংবদন্তি। ১৯৯৪ সালে প্রথম অ্যালবাম 'শুনতে কী চাও' দিয়ে সঙ্গীত দুনিয়ায় প্রবেশ করেন অঞ্জন।