নিজের আঁকা হিথ লেজার ও বব মার্লির পোর্ট্রেট বিক্রি করলেন জনি ডেপ
আলোচিত মানহানি মামলা থেকে রেহাই পাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা জনি ডেপ। নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি গান-কনসার্টে অংশগ্রহণ করা এবং নিজের আঁকা চিত্রকর্মও প্রকাশ করেছেন তিনি। ডেপের এসব প্রতিভার কথা এবারই নতুন করে জানতে পারছেন অনেকে।
এর আগে গত বছরও নিজের হাতে আঁকা জনপ্রিয় ব্যক্তিত্বদের চিত্রকর্ম বিক্রি করেছিলেন ডেপ। সম্প্রতি লন্ডন গ্যালারির মাধ্যমে ডেপ তার আঁকা হিথ লেজার ও বব মার্লির চিত্রকর্ম হাজার হাজার ডলারে বিক্রি করেছেন।
'ফ্রেন্ডস অ্যান্ড হিরোস টু' শিরোনামের চার খণ্ডের এই সংগ্রহে ডেপের নিজের হাতে স্বাক্ষর করা রয়েছে। তার এই সংগ্রহে হিথ লেজার ও মার্লির পাশাপাশি আরও রয়েছে রিভার ফিনিক্স ও হান্টার এস. থম্পসনের পোর্ট্রেট। ডেপের এই কালেকশনের মূল্য ১৭৫০০ পাউন্ড (২১০০০ ডলার)।
তবে কেউ একসঙ্গে চারটি ছবি না কিনতে চাইলে আলাদাভাবে নেওয়ার সুযোগও ছিল শুরুতে। দুই সপ্তাহ আগে যখন এগুলো প্রথম বিক্রির জন্য প্রদর্শিত হয় তখন প্রতিটি চিত্রকর্মের দাম ধরা হয়েছিল ৫৪০০ ডলার। কিন্তু এই সময়ের মধ্যেই ৭৮০টি প্রিন্ট বিক্রি হয়ে গেছে।
ছবিগুলো বিক্রয়কারক প্রতিষ্ঠান ক্যাসল ফাইন আর্টস-এর ওয়েবসাইটে বলা হয়েছে, "ডেপের চোখে এসব ব্যক্তিরা কেমন এবং তারা কিভাবে অভিনেতার সামনে নিজেকে প্রকাশ করেছেন, তারই একটি গভীর প্রতিফলন ফুটে উঠেছে এই ছবিগুলোতে।"
গত বছর 'ফ্রেন্ডস অ্যান্ড হিরোস' শিরোনামে ডেপ তার আঁকা একগুচ্ছ চিত্রকর্ম বিক্রি করেছিলেন। এগুলোর মধ্যে ছিল কেইথ রিচার্ডস, অ্যাল পাচিনো, বব ডিলান এবং এলিজাবেথ টেইলরের ছবি। এই ছবিগুলো প্রতিটি ৪৭৪০ ডলার দামে বিক্রি হয়েছে।
গ্যালারির ওয়েবসাইটে ডেপ সম্পর্কে লেখা হয়েছে যে, অভিনেতার জন্ম কেন্টাকিতে এবং তিনি পড়ালেখা করেছেন ফ্লোরিডার মিরামার হাইস্কুলে। অভিনয় ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে তিনি পিপল'স চয়েস অ্যাওয়ার্ড ফর ফেভারিট মুভি আইকন এবং হলিউড ওয়াক অব ফেমসহ অসংখ্য পুরস্কার জিতেছেন।
ওয়েবসাইটে ডেপের আত্মজীবনীতে আরও লেখা, "একজন অভিনেতা হিসেবে ডেপ চরিত্রায়নের প্রতি গভীর গবেষণা ও নিবেদিতপ্রাণ মনোভাবের জন্য বিশেষ পরিচিত।"
এই মুহূর্তে ডেপ তার অভিনয় ক্যারিয়ারকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথমবারের মতো পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে ডেপের। ইতালিয়ান শিল্পী অ্যামেদিও মোদিগলিয়ানির বায়োপিক নির্মাণের কাজে হাত দিয়েছেন তিনি। ছবিটির প্রযোজনা করছেন অ্যাল পাচিনো।
সূত্র: ভ্যারাইটি