বিচ্ছেদ নিয়ে নওয়াজউদ্দিন ও আলিয়াকে ‘পরামর্শ’ মুম্বাই হাইকোর্টের, কী বলল ডিভিশন বেঞ্চ
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবুক নওয়াজউদ্দিন সিদ্দিকি ও আলিয়া। বৃহস্পতিবার দুজনকেই তলব করে আরও একবার বিচ্ছেদ সিদ্ধান্ত নিয়ে ভাবার অবকাশ দিলেন মুম্বাই হাইকোর্ট।
দুজনকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আগামী ৩ এপ্রিল বিচারকের চেম্বারে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। এই দিন নওয়াজউদ্দিনের উকিলের হলফনামার ভিত্তিতে আদালত জানান, আমরা সন্তানদের ব্যাপারেও ভাবিত। ৭ ও ১২ বছরের দুই সন্তান বাবার হেফাজতে থাকুক, এমন একটি পিটিশন দাখিল করেন নওয়াজ। তার ভিত্তিতেই এমন রায় দিল বিচারপতি রেবতী মোহিত ডেরে ও বিচারপতি শর্মিলা দেশমুখের যুগ্ম ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তার স্ত্রী আলিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে। এমনকি নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়ে চলেছে। শুধু তাই নয়, আলিয়ার সঙ্গে নওয়াজের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতার ভাই শামস নবাব সিদ্দিকিও। সেই সূত্রে কয়েক দিন আগে স্ত্রী ও ভাই শামসের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা ঠুকেছেন নওয়াজ। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টি খান নওয়াজউদ্দিন। অভিনেতা নাকি আলিয়ার কাছে মামলার নিষ্পত্তি চেয়ে চিঠি পাঠিয়েছেন। খবরটি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন আলিয়া সিদ্দিকি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আলিয়া সিদ্দিকি জানান, 'নওয়াজ মীমাংসা চেয়েছেন। বিবাহ-বিচ্ছেদ হবেই, এটা নিশ্চিত। আমি আমার উভয় সন্তানের হেফাজতের জন্য লড়াই করব। নওয়াজও হেফাজতের জন্য আবেদন করেছেন, কিন্তু সেটা আমি হতে দেব না। বাচ্চারা আমার সঙ্গেই থাকতে চায় এবং বাবার সঙ্গে থাকতে চায় না।'
এই ঘটনার পরেই এজলাসে দুজনকে তলব করেন মুম্বাই হাইকোর্ট। সন্তানদের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কি না সে নিয়ে ভাবার পরামর্শ দেওয়া হয়। আগামী ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।