‘নায়ক’-এ প্রথম মুখোমুখি উত্তম-শর্মিলা: যেভাবে দৃশ্যকে ভিন্ন মাত্রা দিয়েছিলেন 'মহানায়ক'!
১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র 'নায়ক'। এতে অভিনয় করেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর। কালজয়ী এ চলচ্চিত্রে উত্তম কুমারের অভিনয় আজও দর্শকদের একই রকম মুগ্ধ করে। তবে এবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেল, 'নায়ক' সিনেমায় শর্মিলা ঠাকুরের সঙ্গে উত্তম কুমারের প্রথম দেখার মুহূর্তের শ্যুটিং এর নেপথ্যের গল্প!
'নায়ক' চলচ্চিত্রে উত্তম কুমার সিনেমা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় হিরোর চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, শর্মিলা ঠাকুর অভিনয় করেছেন এক তরুণী সাংবাদিকের ভূমিকায়। উত্তম কুমারের সঙ্গে শর্মিলার প্রথম দেখা হয় ট্রেনে। প্রথমবার মুখোমুখি হওয়ার দৃশ্যে শর্মিলা উত্তমের কাছে এগিয়ে যান তার অটোগ্রাফ নিতে (যদিও তিনি দাবি করেন এটা তার কাজিনের জন্য নিচ্ছেন)।
উত্তম কুমার অটোগ্রাফ দিতে রাজি হন, পকেট থেকে কলম বের করেন কাগজে অটোগ্রাফ দিতে… এমনটাই হওয়ার কথা ছিল। ক্যামেরা যখন শট নিতে তৈরি, এসময় দেখা যায় উত্তম কুমারের কলমের কালি শুকিয়ে গেছে। এই দেখে যেই মুহূর্তে সত্যজিৎ রায় 'কাট' বলতে যাবেন, তখনই উত্তম কুমার তার সংলাপ বলার মাঝখানেই কলম ঝাঁকিয়ে নেন যাতে কালি বের হয়। কিন্তু এতেও কাজ না হওয়ায় তিনি সামনে রাখা পানির গ্লাসে কলম ভিজিয়ে নিয়ে অটোগ্রাফ দেন… আর এই পুরো দৃশ্যটাই ছিল অপরিকল্পিত! পরিচালকের কোনোরকম নির্দেশ ছাড়াই উত্তম কুমার নিজের মতো করে নির্ভুলভাবে দৃশ্যটি শেষ করেন; আর এতকিছুর মাঝে একবারের জন্যও নিজের সংলাপ থামাননি 'মহানায়ক'!
পরবর্তীতে একটি সাক্ষাৎকারে সত্যজিৎ রায় বলেছিলেন, অনেক সময় ব্যাপক প্রস্তুতি নিয়েও অনেক অভিনেতা এরকম একটি দৃশ্য একবারে শেষ করতে পারেন না। শুধুমাত্র উত্তর কুমারের মতো একজন গুণী অভিনেতার পক্ষেই এটা সম্ভব ছিল!
উত্তম কুমারের ক্যালিবার নিয়ে কথা বলতে গিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন, একজন শিল্পীকে অবশ্যই তার সেরা কাজ দিয়ে মূল্যায়ন করা উচিত। আর সেই ধারাবাহিকতায়ই 'নায়ক' চলচ্চিত্রের নাম চলে আসে, যেখানে উত্তম কুমারের অনবদ্য, আত্মবিশ্বাসী ও স্বতঃস্ফূর্ত অভিনয় সবার নজর কেড়েছিল। বাংলা চলচ্চিত্রে এরকম প্রতিভা যে বিরল তা স্বীকার করতেই হবে এবং ভবিষ্যতেও পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের জায়গা কেউ নিতে পারবেন কিনা, সেই সন্দেহ থেকেই যায়।
'নায়ক' সিনেমার শ্যুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করে সত্যজিৎ রায় বলেছিলেন, "উত্তম কুমারের চরিত্রটি যে এত গুরুত্বপূর্ণ ছিল, তা নিয়ে তার সঙ্গে আমার গুরুগম্ভীর-বিশ্লেষণধর্মী আলোচনা হয়েছে বলে মনেই পড়ে না। কিন্তু এরই মধ্যে সে আমাকে ছোটখাট বিষয়েও অতুলনীয় ক্যারিশমা দেখিয়ে বিস্মিত ও মুগ্ধ করেছে। তার ওইসব কার্যকলাপ কখনোই চরিত্রের বাইরে যায়নি, বরং দৃশ্যকে আরও অসাধারণ করে তুলেছে।"
তবে অবাক করার মতো একটি ব্যাপার হলো, 'নায়ক' এর পরে সত্যজিৎ রায়ের আর একটিমাত্র ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার; আর সেটি হলো 'চিড়িয়াখানা'। এ ছবিতে বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার।