প্রতারণার অভিযোগে আটক গায়ক নোবেল
সা রে গা মা পা-খ্যাত গায়ক মইনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।
প্রতারণার মামলা এবং তার স্ত্রীর দায়ের করা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার (২০ মে) সকালে নোবেলকে রাজধানীর ডিবি কার্যালয়ে আনা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা।
এর আগে, গত ১৭ মে একটি কনসার্টে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে, শেষ পর্যন্ত না যাওয়ায় মতিঝিল থানায় প্রতারণার মামলা দায়ের হয় এই গায়কের বিরুদ্ধে।
জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৬-এর একজন প্রতিনিধি বাদী হয়ে ১৬ মে মামলাটি করেন। পরদিন ঢাকার একটি আদালত মামলাটি আমলে নিয়ে ৯ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগেও গায়ক নোবেলের বিরুদ্ধে বিতর্ক উঠেছে।
গত বছর নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আইনি নোটিশ দেওয়া হয় তাকে।
২০১৯ সালে পশ্চিমবঙ্গের টিভি রিয়েলিটি শো সা রে গা মা পা-তে ২য় রানার-আপ হন নোবেল; জেমস এবং আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোর কভার করে 'ভিউয়ার্স চয়েস' অ্যাওয়ার্ড লাভ করেন তিনি।