বলিউডে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিমের
বলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিমের অভিনয়ের খবর নিশ্চিত করেছেন সাইফ-কন্যা সারা আলী খান।
'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে করণ জোহরের সহকারী হিসেবে কাজ করছেন ইব্রাহিম- এমনটা আগেই শোনা গিয়েছিল। তবে রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটির শ্যুটিং এর সময় ইব্রাহিমের অভিনয়ের বিষয়টি গোপনই রাখা হয়েছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী- ইব্রাহিমের অভিষেক চলচ্চিত্রের নাম 'সারজামিন'; যা মালয়ালাম সিনেমা 'হৃদয়ম' এর রিমেক।
ফিল্ম কম্প্যানিয়ন'কে দেওয়া সাক্ষাৎকারে সারা আলী খান বলেন, "আমার ভাই ইব্রাহিম একজন অভিনেতা হিসেবে সম্প্রতি তার প্রথম সিনেমার শ্যুটিং শেষ করেছে। আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না!"
সারা ও ইব্রাহিমের মা বলিউডের বিখ্যাত অভিনেত্রী অমৃতা সিং। 'লাভ আজ কাল খ্যাত' অভিনেত্রী সারা বলেন, "আমার কাছে মাকে শক্তির প্রতীক বলে মনে হয়। তিনি মানসিকভাবে বেশ শক্তিশালী একজন ব্যক্তি। আর আমি আমার মায়ের মতোই বেশ আবেগপ্রবণ মানুষ।"
সারা আরও বলেন, "যখনই ইব্রাহিম স্কুল কিংবা শ্যুটিং থেকে বাড়িতে ফেরে, তখন আমি ওর প্রতি মমতা অনুভব করি, যেমনটা আমি মায়ের কাছে দেখেছি। তখন আমি বুঝতে পারি আমার হৃদয়ও আমার মায়ের মতো। কারণ আমরা ইব্রাহিমকে একইভাবে স্নেহ করি।"
সারা আলী খানকে পরবর্তীতে লক্ষ্মণ উটেকার পরিচালিত 'জারা হাটকে জারা বাঁচকে' সিনেমায় দেখা যাবে। আগামী ২ জুন ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে আছেন ভিকি কৌশল।