হাতে নয়, সাত লাখ ডলারের হীরার ঘড়ি গলায় পরলেন রিয়ানা!
আবারও লাইমলাইটে জনপ্রিয় বার্বাডিয়ান গায়িকা রিয়ানা। বিশ্বের অন্যতম সেরা গায়িকা তো তিনি বটেই, সেইসঙ্গে তাঁর ফ্যাশনও সকলের নজর কেড়েছে বারবার। সম্প্রতি আবারও সেই একই কারণে প্রচারের আলোয় উঠে এলেন তিনি।
মানুষ সাধারণত হাতে ঘড়ি পরে, কিন্তু এদিন রিহানা গলায় ঘড়ি পরে সবাইকে তাক লাগিয়ে দিলেন। তাও আবার কিসের জানেন? হীরার!
প্যারিসে লুই ভিতোর শো'তে ফ্যারেল উইলিয়ামসের অভিষেকে সামনে সারিতে বসে এমনই দ্যুতি ছড়াচ্ছিলেন রিয়ানা। শুধু তাই নয়, এই ফ্যাশন শো থেকে এই জনপ্রিয় পপ গায়িকা একটা নতুন ট্রেন্ড যেন চালু করে দিয়ে গেলেন।
জ্যাকব অ্যান্ড কোম্পানির এই অদ্ভুত সুন্দর 'ওয়াচ চোকার' এর দাম ৭০০,০০০ ডলার! খুব সম্ভবত রিয়ানাই প্রথম এ ধরনের চোকার গলায় পরলেন যা ঘড়িরও কাজ করবে, আবার নেকলেসেরও!
ব্র্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই ৪৭ এমএম হোয়াইট গোল্ডের ফ্লায়িং টার্বিলন ঘড়িতে ৩৬৮টি হীরা ব্যবহার করা হয়েছে! কাস্টম অ্যালিগেটর এমবোসড কাফলিংক স্ট্র্যাপের সঙ্গে বসানো এই ঘড়ি রিয়ানার গলায় বেশ মানিয়ে গিয়েছে।
তবে জিকিউ এই ব্র্যান্ডের বরাত দিয়ে জানিয়েছে, রিয়ানা নিজেই এই নতুন ধরনের ফ্যাশনের ধারণ নিয়ে জ্যাকব অ্যান্ড কোম্পানির কাছে এসেছিলেন। তিনি চেয়েছিলেন এই শো উপলক্ষে সম্পূর্ণ ভিন্ন ধরনের কিছু একটা পরতে।
প্রসঙ্গত এই গায়িকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। আর এ অবস্থাতে তাঁর 'ম্যাটারনিটি ফ্যাশন'ও আলাদা করে নজর কেড়েছে। রিহানা অ্যাসাপ রকির সঙ্গে ২০২০ সাল থেকে প্রেমের সম্পর্কে আছেন। সেই বছরেরই নভেম্বর মাসে তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান ভূমিষ্ট হয়।