ছোটবেলায় সত্যজিৎকে চিঠি লিখেছিলেন বিদ্যা; কিন্তু সাহস হয়নি পাঠানোর!
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ছোটবেলা থেকেই কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ভক্ত। এমনকি ছোটবেলায় প্রশংসা করে সত্যজিতকে একটি চিঠিও লিখেছিলেন তিনি। কিন্তু সেই চিঠিটি তখন বিখ্যাত এ পরিচালককে পাঠানোর সাহস করতে পারেননি বিদ্যা।
সম্প্রতি গণমাধ্যম আইএএনএস-এর সাথে এক সাক্ষাৎকারে সত্যজিৎকে নিয়ে এমনি সব স্মৃতিচারণ করেছেন বিদ্যা। খ্যাতিমান এ পরিচালকের আকস্মিক মৃত্যুর খবরে বেশ কষ্টও পেয়েছিলেন বলেন জানান বলিউড এ অভিনেত্রী।
সাক্ষাৎকারে সত্যজিৎকে নিজের সবচেয়ে পছন্দের পরিচালক হিসেবে আখ্যায়িত করেন বিদ্যা। একইসাথে তার ক্যারিয়ারে বাংলা সিনেমার ইতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি।
বিদ্যা বালান বলেন, "আজ যদি আমি সত্যজিৎ রায়কে চিঠি লিখতে পারতাম, তবে আমি তার দীর্ঘায়ু কামনা করতাম। এমনকি এখনো আমি তার সিনেমায় অভিনয় করতে চাইতাম।"
সত্যজিৎ রায়ের সিনেমা সম্পর্কে বলতে যেয়ে বিদ্যা বলেন, "সত্যজিৎ রায়ের মাস্টারপিস খ্যাত সিনেমা 'পথের পাঁচালি' কিংবা 'চারুলতা' নিয়ে সকলেই আলোচনা করে। কিন্তু আমার হৃদয়ের কাছে তার 'মহানগর' সিনেমাটি। এটি আমার জীবনে গভীর প্রভাব রেখেছে।"
বিদ্যা বালান জানান, অনেকেই তাকে সত্যজিতের কাল্ট ক্লাসিক 'চারুলতা' সিনেমার কালজয়ী মাধবী চ্যাটার্জী চরিত্রের সাথে তুলনা করেন। এটিকে তিনি বেশ ভালো অনুভূতি বলেও প্রকাশ করেন।
শুধু কথায়ই নয়, বরং নানা কাজেও সত্যজিতের প্রতি বিদ্যা বালানের এ অনুভূতির প্রকাশ দেখা যায়। বলিউড এ অভিনেত্রীর বাড়িতে 'মহানগর' ছাড়াও কিংবদন্তি এ পরিচালকের বেশ কয়েকটি সিনেমার পোস্টার রয়েছে।
এছাড়াও সত্যজিতের সিনেমার নানা চরিত্র নিয়ে আঁকা পেইন্টিং এর সাথে ছবিও তুলেছেন বিদ্যা। এর মাধ্যমে বাংলা সিনেমার প্রতি তার গভীর ভালোবাসা ও সম্মান ফুটে উঠেছে।
২০০৫ সালে প্রদীপ শিকদারের পরিচালনায় 'পারিণীতা' সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন বিদ্যা বালান। তবে এরও দুই বছর আগে, ২০০৩ সালে পরিচালক গৌতম হালদারের সিনেমা 'ভালো থেকো' এ অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমা জগতে প্রবেশ করেন তিনি।
জন্মসূত্রে বিদ্যা দক্ষিণী হলেও বাংলার প্রতি ও বাঙালির প্রতি ভালোবাসার কথা বিভিন্ন সাক্ষাৎকারে বার বার বলেছেন। এমনকি তিনি রবীন্দ্রনাথের কবিতা ও গান বেশ পছন্দ করেন।
অনু মেনন পরিচালিত বিদ্যা বালান অভিনীত সিনেমা 'নিয়ত' আগামী ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে। এতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। বিদ্যা ছাড়াও সিনেমাটিতে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, শাহানা গোস্বামী অভিনয় করেছেন।