হলিউডে সৌন্দর্য্যের মানদণ্ড নিয়ে সমালোচনা শার্লিজ থেরনের, বললেন 'বয়স বাড়া স্বাভাবিক'
হলিউড অভিনেত্রী শার্লিজ থেরন বলেছেন, হলিউডে চল্লিশের বেশি বয়সী অভিনেত্রীদের সঙ্গে অন্যায়ভাবে যে 'দ্বিমুখী আচরণ' করা হয়, তিনি এর বিরুদ্ধে লড়াই করতে চান।
৪৮ বছর বয়সী এই তারকা বলেন, হলিউডে পুরুষদের ক্ষেত্রে 'এজ লাইক ফাইন ওয়াইন' বা 'সময়ের সাথে সাথে দুর্দান্ত হয়ে ওঠা', কিন্তু নারীদের ক্ষেত্রে 'ছেঁড়া ফুলের মতো অবস্থা', অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের আবেদনও হারিয়ে যায়- এমন তত্ত্বকে ঘৃণা করেন।
এল্যুর ম্যাগাজিনকে শার্লিজ বলেন, "আমি আরও মনে করি যে, নারীরা এমনভাবেই বয়স্ক হতে চায় যা তাদের কাছে সঠিক মনে হয়। আমি মনে করি, আমাদের এই যাত্রায় সবারই আরেকটু বেশি সমানুভূতি প্রদর্শন করা উচিত। বিলবোর্ডে এখন নিজের চেহারা দেখাটা আমার কাছে কিছুটা হাস্যকরই মনে হয়।"
একইসঙ্গে নিজের বয়স বেড়ে যাওয়া নিয়েও কথা বলেছেন 'ম্যাড ম্যাক্স: ফিউরি রোড' অভিনেত্রী। তার ভাষ্যে, "আমার চেহারা বদলাচ্ছে, আর আমি এটা ভালোবাসি যে আমার চেহারায় পরিবর্তন আসছে, আমার বয়স বাড়ছে।"
নব্বইয়ের দশকে হলিউডে তারকা হিসেবে উত্থান ঘটে শার্লিজ থেরনের। এরপরে ২০০৩ সালে 'মনস্টার' ছবির জন্য অস্কার জেতেন। এই ছবিতে তিনি সিরিয়াল কিলার এলিয়েন ওয়ার্নোসের চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি তাকে দেখা গেছে 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' এর সর্বশেষ চলচ্চিত্রে।
এছাড়াও, শার্লিজ থেরন মডেল হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন; যার মধ্যে উল্লেখযোগ্য হলো ডিওর ব্র্যান্ডের হয়ে কাজ করা।
অভিনেত্রী জানান, মানুষ ভাবে তিনি তার অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারায় পরিবর্তন এনেছেন এবং এ নিয়ে তিনি ভীষণ বিরক্ত ও হতাশ।
"লোকে ভাবে আমি ফেস-লিফট করিয়েছি। তারা এমন ভাব করে- ওহ, কি অবস্থা করেছে চেহারার! আমি মনে মনে বলি, মূর্খ! আমার শুধু বয়স বাড়ছে। এর মানে এই নয় যে আমি বাজে রকম একটা প্লাস্টিক সার্জারি করিয়েছি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া", বলেন শার্লিজ।
শার্লিজ আরও জানান, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে একটি চরিত্রের জন্য ওজন বাড়ানোর পরে আবার তা কমানো কতটা কঠিন ছিল তার জন্য। 'মনস্টার'-এর জন্য ৪০ কেজি ওজন কমানো সেসময় খুব সহজ ছিল, কিন্তু ২০১৮ সালে 'তুলি'র জন্য ওজন ঝরানো ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ তার জন্য।
"আমার মনে আছে, একবছর ওজন কমানোর চেষ্টা করার পর আমি আমার ডাক্তারকে বলেছিলাম, 'আমি বোধহয় মারা যাচ্ছি, আমার পক্ষে এই ওজন কমানো সম্ভব না।' তখন তিনি আমায় সান্ত্বনা দিয়েছিলেন যে, 'শান্ত হও। তোমার বয়স চল্লিশের উপরে। আগে তোমার মেটাবলিজম যেমন ছিল, এখন আর তেমনটা নেই", বলেন তিনি।
তিনি আরও যোগ করেন, "আমি কখনোই আবার সিনেমা করব না এবং বলব না যে 'হ্যাঁ, আমি ৪০ পাউন্ড ওজন বাড়াবো।' আমি আর কখনো এটা করবো না, কারণ এই ওজন ঝরানো খুব কঠিন।"