বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনাইদের
ভারতের তারকা অভিনেতা আমির খানের ছেলে জুনাইদ খান বলিউডে অভিনেতা হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। বিখ্যাত যশরাজ ফিল্মস ও নেটফ্লিক্সের ব্যানারে 'মহারাজ' নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে।
জুনাইদ আমির খান ও তার সাবেক স্ত্রী সিনেমা প্রযোজক রিনা দত্তের বড় সন্তান। এর আগে থেকেই অবশ্য সিনেমা সংশ্লিষ্ট বিষয়ে যুক্ত ছিলেন আমিরপুত্র।
১৮০০ সালের পটভূমিতে সত্য ঘটনার ওপর ভিত্তি করে 'মহারাজ' সিনেমাটির গল্প সাজানো হয়েছে। সিনেমায় একজন সাংবাদিকের সত্য প্রকাশ ও অসীম সাহসিকতা প্রদর্শনের গল্প তুলে ধরা হবে।
সিনেমাটিতে জুনাইদ ছাড়া আরও অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত, শর্বাণী ও শালিনী পাণ্ডে। আর পরিচালনায় থাকবেন সিদ্ধার্থ পি মালোতরা।
ইনস্টাগ্রামে যশরাজ ফিল্মস ও নেটফ্লিক্স ইন্ডিয়ার পক্ষ থেকে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। পোস্টে বলা হয়, "নেটফ্লিক্স এবং যশরাজ ফিল্মস ভারতীয় সিনেমার স্টোরিটেলিং এ নতুন যুগের শুরু করতে স্মরণীয় এক পার্টনারশিপে যুক্ত হয়েছে। ব্লকবাস্টারের ক্ষেত্রেও নতুন এক যুগের সূচনা হবে। শীঘ্রই আসছে!"
জুনাইদ ছাড়াও আমির খান ও রিনা দত্তের ইরা খান নামের আরেক কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে আমিরের ও তার আরেক সাবেক স্ত্রী সিনেমা নির্মাতা কিরণ রাওয়ের আজাদ নামের এক সন্তান রয়েছে।
আমির খানকে সর্বশেষ দেখা গিয়েছে 'লাল সিং চাড্ডা' সিনেমায়। গত বছরের আগস্ট মাসে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি। তাই অভিনয় থেকে সাময়িকভাবে কিছুদিন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত এই অভিনেতা।
নিজে অভিনয় না করলেও সমসাময়িক সময়ে সিনেমার সাথেই নানাভাবে যুক্ত ছিলেন আমির। এর মাঝে 'চ্যাম্পিয়ন্স' নামের একটি সিনেমায় প্রযোজনা করেছেন তিনি। একইসাথে 'লাপাত্তা লেডিস' নামের একটি সিনেমার সাথেও যুক্ত রয়েছেন বলিউডের এই সুপারস্টার।