ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের কিংবদন্তি হওয়া প্রচ্ছদে কীভাবে ৪০ মডেলকে একত্র করা হয়েছিল!
ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের সাম্প্রতিক কভার দেখলে আপনি হয়ত বিস্মিত হতে পারেন। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কীভাবে পৃথিবীর ৪০ জন্য বিখ্যাত নারীকে একই সাথে, একই জায়গায়, একই সময়ে হাজির করাতে পেরেছে ব্রিটিশ ভোগ ম্যাগাজিন কর্তৃপক্ষ?
এই প্রশ্নের উত্তর আছে ম্যাগাজিনটির বৈশ্বিক বুকিং পরিচালক রোজি ভোগেল-ইডেসের কাছে। তিনি এই বিশাল ছবি তোলার আয়োজনের সমন্বয়ক।
ব্রিটিশ ভোগের প্রধান সম্পাদক এডওয়ার্ড এনিনফুল সাত বছর পর সম্পাদক হিসেবে দায়িত্ব ছাড়ার আগে তাঁর চূড়ান্ত সংখ্যাটিকে বিশেষ কিছু দিয়ে স্মরণীয় করতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল এমন একটি কভার তৈরি করা যেটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন নারীকে একসাথে যুক্ত করবে।
এই নারীরা ফ্যাশন, সিনেমা, সঙ্গীত এবং খেলাধুলার মত বিভিন্ন ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
কিন্তু পুরো বিষয়টা নিয়ে রোজির মনে সন্দেহ ছিল।
তিনি বিবিসিকে বলেন, "আমি ভেবেছিলাম এটা কখনই হবে না এবং আমি তাঁকে (এডওয়ার্ড) বলেছিলাম সে পাগল। তারপর হঠাৎ করে সে বলতে শুরু করলো 'আমি মাইলি সাইরাসকে চাই, আমি অপরাহকে চাই।' এবং আমি বললাম, 'অবশ্যই। আমাকে দেখতে দিন আমি কী করতে পারি।'"
রোজি এজেন্ট এবং ম্যানেজারদের কল করা শুরু করে কিন্তু অভিজ্ঞতা থেকে সে বুঝতে পেরেছিল কাজটি সহজ হবে না।
"মানুষকে একটি কভার ভাগাভাগি করার জন্য পাওয়া বা কভার ভাগাভাগি করার জন্য মডেল পাওয়া কঠিন কাজ। যদি মানুষগুলো বিভিন্ন ক্ষেত্রের হয় এবং মডেলদের সাথে সঙ্গীতশিল্পী অথবা অভিনেতাদের কভার ভাগাভাগি করতে হয় তাহলে সেটি সমন্বয় করা একটি কঠিন কাজ।"
শুরুতে কঠিন মনে হলেও পরবর্তীতে রোজির চিন্তা অনেকটা কমে যায়।
তিনি জানান, "একবার যখন তারা 'হ্যাঁ' বলতে শুরু করে তখন আমার মনে হয়েছে, 'ওহ ঈশ্বর, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি' এবং এটা করতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। এটি থেকে বোঝা যায় এডওয়ার্ডের জন্য লোকেরা কি কি করতে পারে।"
রোজি জানিয়েছেন, প্রথমে ৪০ জনকে কভারে নেওয়ার কোন পরিকল্পনা ছিল না। কিন্তু মার্কিন টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রে যুক্ত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়।
তিনি আরো জানিয়েছেন, যাদের সাথে কথা বলা হয়েছে তাদের প্রায় সবাই উপস্থিত হয়েছে। শুধু সিনেমার কাজ থাকায় নিকোল কিডম্যান উপস্থিত হতে পারেননি।
পরবর্তী ধাপ ছিল একটি তারিখ নির্ধারণ করা এবং একটি মজবুত শিডিউল ঠিক করা। রোজির ভাষায় যেটি ছিল 'মিলিটারি অপারেশন' কারণ একটি বেনামি স্থান নির্ধারণ করা হয়েছিল ডিসেম্বরে ছবি তোলার জন্য।
তিনি বলেন, 'পুরো বিষয় গোপনীয় রাখা হয়েছে। অফিসে আমরা অল্প কয়েকজনই জানতাম কি ঘটছে। এবং আমরা এই ব্যাপারে অনেক সচেতন ছিলাম। হয়ত এই কারণেই পুরো বিষয়টা আরো মজার হয়েছে।"
তিনি আরো বলেন, "এটা অনেকটা ফ্যাশন শো চালানোর মত করে করা হয়েছে। আমরা পুরো একটা ফ্লোর নিয়েছিলাম চুল ঠিক করা এবং সাজসজ্জার জন্য। আরেকটি ফ্লোর নেওয়া হয়েছিল স্টাইল ঠিক করার জন্য এবং আরেকটি ফ্লোর সবকিছু ঠিকঠাক পরিচালনা করার জন্য। এবং পুরো বিষয়টা খুবই নিয়মতান্ত্রিক ভাবে করা হয়েছে।"
রোজি জানিয়েছেন, প্রত্যেক তারকাকেই শুটিং এর জন্য দুপুর ৩টার মধ্যে উপস্থিত হতে হয়েছে কারণ প্রস্তুতির জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল।
তিনি বলেন, "কেউ কেউ সকাল ৮টায় চলে এসেছে আবার কেউ দুপুর ২টা ৫৯ মিনিটে মেকআপ করে চলে এসেছে।"
কয়েক সপ্তাহ প্রস্তুতির পরে এডওয়ার্ডের চূড়ান্ত সংখ্যাটি মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে বিক্রি হওয়া শুরু হয়েছে।
রোজি মনে করেন, এটি তার বসকে দেওয়া একটি অসাধারণ বিদায়ী উপহার কারণ ফ্যাশনের জগতে এডওয়ার্ডের অবদান অপরিসীম।
তিনি বলেন, "আমার মনে হয় সে (এডওয়ার্ড) অনেকেরই জীবন বদলে দিয়েছে। যাদের কেউ চিনতোনা তাদের হয়ে কথা বলেছে এডওয়ার্ড। কিন্তু সে সবসময় বলে অনেক কাজ করা এখনো বাকি। এবং আমরা আশা করি, সে প্রধান সম্পাদক হিসেবে আমাদের সাথে আর না থাকলেও আমরা অসাধারণ কাজ করে যাবো।"
রোজি আরো জানান, "আমি এডয়ার্ডের সাথে কাজ করে এবং এই কভারের জন্য কাজ করার সুযোগ পেয়ে ধন্য কারণ এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা।"
ম্যাগাজিনের কভারে থাকে ৪০ জন নারীর মধ্যে উল্ল্যেখযোগ্যরা হলেন: ভিক্টোরিয়া বেকহাম, সেলমা ব্লেয়ার, নাওমি ক্যাম্পবেল, সিনডি ক্রফোর্ড, মাইলি সাইরাস, জেন ফোন্ডা, জিজি হাদিদ, সালমা হায়েক, ডুয়া লিপা, কেট মস, ইরিনা শায়েখ, আনা টেইলর-জয়, সেরেনা উইলিয়ামস এবং অপরাহ উইনফ্রে।
ইংরেজী থেকে অনুবাদ: তাসবিবুল গনি নিলয়