কে-পপ তারকা কারিনার প্রেমের সম্পর্ক প্রকাশ্যে; ভক্তদের কাছে চাইলেন ক্ষমা
প্রেম করছেন কে-পপ শিল্পী কারিনা; এমন খবর ছড়িয়ে পড়তেই তারকার ভক্তরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। বরং এই খবরে ভক্তরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। খবর বিবিসির।
এমনকি অনেকে তাকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেছেন। এমতাবস্থায় কারিনা ভক্তদের উদ্দেশ্য ইনস্টাগ্রামে একটি চিঠি পোস্ট করে ক্ষমা চেয়েছেন।
মূলত অভিনেতা লি জে উকের সাথে সম্পর্কে জড়িয়েছেন কারিনা। এই খবর জনসম্মুখে আসাতেই ঘটে বিপত্তি।
চিঠিতে কারিনা বলেন, "আপনাদের কাছে আচমকা বিষয়টি উপস্থাপন হওয়ায় আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।" একইসাথে ২৩ বছর বয়সী এই তারকা ভবিষ্যতে আরও পরিপক্ব আচরণ করার প্রতিশ্রুতি দেন।
তবে ভক্তদের ক্ষোভ যেন থামছেই না। বিষয়টি এমন অবস্থায় পৌঁছায় যে, কারিনার এজেন্সি বরাবর একটি ট্রাক নিয়ে ঢুকে পড়েছিল ক্ষুব্ধ ভক্তকুল। সেই ট্রাকে আবার বড় ডিজিটাল সাইনবোর্ডে লেখা ছিল—'ভক্তদের দেওয়া ভালোবাসা আপনার জন্য কি যথেষ্ট নয়?' যদিও এই পপ তারকা ভক্তদের মনের এই ক্ষত দ্রুত সারিয়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
অভিনেতা লি জে উকের সঙ্গে কারিনার সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আনে কোরীয় সংবাদমাধ্যম ডিসপ্যাচ। পরে দুজনের এজেন্সিই স্বীকার করে যে, তারা প্রেম করছেন।
ডিসপ্যাচ জানিয়েছিল, সিউল ও মিলানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। গত ১৪ জানুয়ারি ইতালির একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাজির ছিলেন তারা। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন বলেও ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছিল সংবাদমাধ্যমটি।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড অ্যাসপার এর অন্যতম সদস্য গায়িকা কারিনা। ২০২০ সালের অক্টোবরে ব্যান্ডটিতে যোগ দিয়ে প্রথমবারের মতো মূলধারার কে-পপে আত্মপ্রকাশ করেন তিনি।
এক মাসের মধ্যেই চার নারীর ওই ব্যান্ডের নেতৃত্ব পান কারিনা। গত বছর তাদের অ্যালবাম 'মাই ওয়ার্ল্ড' শুধু দক্ষিণ কোরিয়ায় ২১ লাখ কপি বিক্রি হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে পপ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া অহরহই দেখা যায়। ভক্তদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় অনেক তারকাকেই।
অনুবাদ: মোঃ রাফিজ খান