‘দ্য উইজার্ড অফ ওজ’ সিনেমার ডরোথির চুরি যাওয়া রুবি স্লিপার পাওয়া গেল ১৯ বছর পর!
"দ্য উইজার্ড অফ ওজ" সিনেমার অভিনেত্রী জুডি গারল্যান্ডের (ডোরোথি গেল) দান করা এক জোড়া বিখ্যাত রুবি স্লিপার (চপ্পল) অভিনেত্রীকে উৎসর্গ করে নির্মাণ করা এক জাদুঘর থেকে চুরি হওয়ার উনিশ বছর পরে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এফবিআই কর্মকর্তারা সোমবার (১৮ মার্চ) স্লিপারগুলো মিনেসোটার গ্র্যান্ড র্যাপিডসের জুডি গারল্যান্ড মিউজিয়ামের সংগ্রাহক মাইকেল শ-এর কাছে হস্তান্তর করেছেন। সংস্থাটি জানিয়েছে, শ "অভিজ্ঞতাটিকে দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধুর সাথে আবারো দেখা হয়ে যাওয়ার সাথে তুলনা করেছেন।"
স্লিপারগুলো হেরিটেজ নিলামের সৌজন্যে বিক্রি করে কানসাসে পাঠিয়ে দেওয়া হতে পারে।
গারল্যান্ড মিউজিয়াম জানিয়েছে, জাদুঘরে প্রদর্শনের জন্য স্লিপারগুলো কেনার চেষ্টা করা হচ্ছে। স্লিপারগুলো বর্তমানে গারল্যান্ডের পুনরুদ্ধার করা শৈশবের বাড়িতে রাখা হয়েছে। মিনেসোটা রাজ্যের আইনপ্রণেতারাও জুতাগুলো জাদুঘরে রাখতে আগ্রহী। একজন রাজ্য সিনেটর এই সপ্তাহে একটি বিল উত্থাপন করেছেন যেটি রাজ্যের ঐতিহাসিক নিদর্শনগুলো সংগ্রহ করতে তহবিল বরাদ্দ করবে। তাই চকচকে স্লিপারগুলো কিনে সেগুলো গারল্যান্ডের প্রাক্তন বাড়িতে প্রদর্শন করা হতে পারে।
নর্থ ডাকোটার মার্কিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্য অনুসারে, ২০০৫ সালে জাদুঘর থেকে স্লিপারগুলো চুরি হয়েছিল। কিন্তু ২০১৮ সালে মিনিয়াপোলিসে একটি স্টিং অপারেশনের সময় সেগুলো উদ্ধার করা হয়েছিল। টেরি মার্টিন এবং জেরি হ্যাল স্যালিটারম্যান নামক দুই ব্যক্তিকে স্লিপারগুলো চুরি করার জন্য আলাদাভাবে অভিযুক্ত করা হয়েছিল। মার্টিন গত বছর নিজের দোষ স্বীকার করলেও স্যালিটারম্যান (যাকে এই সপ্তাহে অভিযুক্ত করা হয়েছিল) নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্যালিটারম্যানকে চিহ্নিত করার আগে মার্টিনের আইনজীবী বলেছিলেন, মার্টিন এবং তার সহযোগীরা ভেবেছিলেন স্লিপারগুলো প্রকৃত রুবি দিয়ে তৈরি করা হয়েছিল স্মিথসোনিয়ানের তথ্য অনুসারে, স্লিপারগুলো শুধু লাল রং করা এবং এবং চুমকি দিয়ে আবৃত।
"দ্য উইজার্ড অব ওজ" সিনেমাতে ডোরোথি তার স্লিপারগুলো পরস্পরের সাথে স্পর্শ করালেই জাদুর রাজ্য ওজ-এ চলে যেতে পারতেন। সিনেমায় ব্যবহৃত স্লিপারগুলোতে আসল রত্ন না থাকলেও এদের মূল্য অনেক। নর্থ ডাকোটার মার্কিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ধারণা করছে, এগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।
"দ্য উইজার্ড অফ ওজ" সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সিনেমা হিসেবে বিবেচিত হয়। সিনেমাটিতে ব্যবহৃত বিভিন্ন শিল্পকর্মের মধ্যে ডরোথির (অভিনেত্রী জুডি গারল্যান্ড) ব্যবহৃত রুবি স্লিপার খুবই বিখ্যাত হয়েছিল দর্শকদের কাছে।
নর্থ ডাকোটা অ্যাটর্নি অফিসের তথ্য অনুসারে, সিনেমায় ব্যবহৃত স্লিপারগুলোর মধ্যে মাত্র চার জোড়া এখন অবশিষ্ট আছে। এক জোড়া স্মিথসোনিয়ানের ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রিতে রাখা হয়েছে। সেগুলোতে গারল্যান্ডের নাম লেখা থাকলেও একই জোড়ার স্লিপার ছিল না কারণ সেগুলোর সংখ্যা ছিল ভিন্ন।
স্মিথসোনিয়ানের বিশেষজ্ঞরা ২০১৮ সালে চুরি হওয়া রুবি স্লিপারগুলো আসল কি না তা নিশ্চিত করতে এফবিআইকে সাহায্য করেছিলেন। স্লিপারগুলোতে '#১ এবং #৬ জুডি গারল্যান্ড' লেখা দেখে সেগুলোকে শনাক্ত করা হয়েছিল। স্মিথসোনিয়ান এন্টারটেইনমেন্টের কিউরেটর রায়ান লিন্টেলম্যান সিএনএনকে জানিয়েছেন, জুতাগুলো জুডি গারল্যান্ডের হলেও সেগুলোর জোড়ায় মিল নেই।
জুডি গারল্যান্ডের পরা রুবি স্লিপারের বেশ কয়েকটি জোড়া ভক্তরা সংগ্রহ করেছিলেন। একজন এমজিএম গ্রাহক ১৯৭০ সালে কিছু খুঁজে পেয়েছিলেন এবং কয়েকটি রেখে দিয়েছিলেন। একটি স্লিপার নিলাম করে স্মিথসোনিয়ানকে দান করা হয়েছিল এবং মাইকেল শ একটি স্লিপার কিনেছিলেন। আরেক জোড়া স্লিপার একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের জাদুঘর রয়েছে যা লিওনার্দো ডিক্যাপ্রিও সহ অন্যান্যরা দান করেছিলেন। এছাড়া আরো বেশ কিছু মানুষের সংগ্রহে এই বিখ্যাত স্লিপার আছে।