নিজের শেষ সিনেমা ‘দ্য মুভি ক্রিটিক’ না বানানোর সিদ্ধান্ত নিলেন টারান্টিনো
পরিচালক হিসেবে তার চূড়ান্ত সিনেমা হওয়ার কথা ছিল 'দ্য মুভি ক্রিটিক'। কিন্তু এখন নতুন খবর, কুয়েন্টিন টারান্টিনো এ সিনেমাটি আর করবেন না, বাতিল করেছেন এটি।
বুধবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ডেডলাইন।
নির্মিত হলে টারান্টিনোর দশম সিনেমা হতো 'দ্য মুভি ক্রিটিক'। কিন্তু সূত্র জানিয়েছে, তিনি আর এ সিনেমার চিত্রনাট্য নিয়ে বসবেন না, প্রকল্পটি এগিয়ে নেওয়ার ইচ্ছে নেই তার।
সিনেমায় একটি প্রধান চরিত্রে নেওয়া হয়েছিল ব্র্যাড পিটকে। টারান্টিনো এক সময় জানিয়েছিলেন, ১৯৭৭ সালের পটভূমিতে আবর্তিত এ সিনেমার গল্প একজন ছোটখাটো চলচ্চিত্র সমালোচক নিয়ে, যিনি পর্নোগ্রাফিক ম্যাগাজিনের জন্য চমৎকার সব রিভিউ লিখতেন।
পরিচালকের মন বদল করার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল। ব্র্যাড পিটকে নেওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়া থেকে ২০ মিলিয়ন ডলার কর ভর্তুকিও পেয়েছিল 'দ্য মুভি ক্রিটিক'।
এটি বাদ দিয়ে টারান্টিনো এরপর কী নিয়ে কাজ করতে যাচ্ছেন, তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।