অনন্ত আম্বানির বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে গাইলেন জাস্টিন বিবার
ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্তের বিয়ের গ্র্যান্ড সংগীত অনুষ্ঠানে পারফর্ম করেছেন বিখ্যাত সংগীত তারকা জাস্টিন বিবার। গত শুক্রবার (৫ জুলাই) মুম্বাইয়ে কানাডিয়ান এই গায়ক তার বিখ্যাত 'বেবি, পীচস', 'লাভ ইয়োরসেল্ফ', 'হোয়্যার আর ইউ নাউ' ও 'সরি' পারফর্ম করেছেন। খবর বিবিসির।
এর আগে জামনগরে প্রথম প্রাক-বিবাহের অনুষ্ঠানে বহুদিন পর রিহানা পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছিল। এছাড়া দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানের ট্যুর পার্টি আয়োজিত হয়েছিল ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরে একটি ক্রুজে। যেখানে দ্য ব্যাকস্ট্রিট বয়েজ, গায়ক ক্যাটি পেরি ও ইতালিয়ান টেনার আন্দ্রেয়া বোসেলির মতো খ্যাতিমান তারকারা মঞ্চ মাতিয়েছিলেন।
এক্ষেত্রে অনন্তের বিয়ের অনুষ্ঠানে নতুন করে কোন তারকা যুক্ত হয় তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে যে, অনুষ্ঠানে ইংরেজ সংগীতশিল্পী অ্যাডেলও পারফর্ম করতে পারেন। তবে আপাতত এই সম্পর্কে আম্বানি পরিবার অনেকটা গোপনীয়তা বজায় রাখছেন।
অনন্তের বিয়েতে আম্বানি পরিবার খরচের যেন কোনো কমতিই রাখছে না। এমনকি এটি মুকেশ কন্যা ইশার বিয়ের চেয়েও বেশি ধুমধাম করে উদযাপন করা হচ্ছে। যেখানে মঞ্চ মাতানোর জন্য এসেছিলেন বিয়ন্সে।
বিয়ের সংগীত অনুষ্ঠানটিতে বলিউড গানে আম্বানি পরিবারকেও নাচতে দেখা যায়। এছাড়াও তারকা অতিথিদের পরনে ছিল দেশের নামকড়া সব ডিজাইনারদের পোশাক। এতে করে প্রাক-বিবাহ অনুষ্ঠান যেন পরিণত হয়েছে এক অলিখিত কনসার্টে।
সবমিলিয়ে ঠিক কতো খরচ করা হয়েছে সে বিষয়ে সঠিকভাবে জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে যে, পাফরম্যান্সের জন্য রিহানাকে ৭ মিলিয়ন ডলার আর জাস্টিন বিবারকে ১০ মিলিয়ন ডলার পারিশ্রমিক দেওয়া হয়েছে।
এদিকে জাস্টিন সশাল মিডিয়ায় পারফরম্যান্সের একটি ছবিও শেয়ার করেছেন। যাতে দেখা যায়, শেহনাজ গিল ও দিশা পাটানির মতো বলিউড তারকারাও তাদের ফোনে মুহুর্তটি ক্যাপচার করছেন।
অনন্ত-রাধিকার সংগীত অনুষ্ঠানে পারফরম্যান্সের সময় জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি। তার উপরে ছিল জ্যাকেট। যদিও পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সঙ্গে পরেছিলেন প্যান্ট, বুট ও একটা টুপি।
গ্ল্যামার, স্টাইল, ফ্যাশন আর মিউজিকের অভিনব মেলবন্ধন ছিল অনন্তের বিয়ের সংগীত আসর। এতে সালমান খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও রণবীর কাপুরের মতো চলচ্চিত্র তারকারা পারফর্ম করেন।
এছাড়াও ভিকি কৌশল, জাহ্নবী কাপুরের পাশাপাশি ক্রিকেট তারকা রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও সূর্য কুমার যাদবদেরও দেখা মেলে। অনন্ত-রাধিকার বিয়ের মূল অনুষ্ঠান হবে ১২ জুলাই।
অনুবাদ: মোঃ রাফিজ খান