বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান; নেই কোনো হিট সিনেমা; তবু টম ক্রুজ, ব্র্যাড পিটের চেয়ে বেশি আয়
কমেডি স্রেফ বিনোদন নয়, বিপুল অঙ্কের অর্থ আয়ের মাধ্যমও। সেই প্রমাণ দিয়েছেন শীর্ষস্থানীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও কৌতুকাভিনেতারা। তাদের সিনেমা, টিভি শো ও লাইভ পারফরম্যান্স থেকে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় হয়।
তবে বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান সম্পত্তির দিক থেকে টম ক্রুজ, শাহরুখ খান ও ব্র্যাড পিটের মতো তারকাদেরও ছাড়িয়ে গেছেন। তিন দশক আগে শেষ হওয়া একটি টিভি শো থেকে পাওয়া আয়ের ওপর ভর করেই এত সম্পত্তির মালিক তিনি।
বিশ্বের সবচেয়ে ধনী কমেডিয়ান
আইকনিক সিটকম 'সাইনফেল্ড'-এ কাজ করে খ্যাতি পাওয়া জেরি সাইনফেল্ড বিশ্বের সবচেয়ে ধনী কৌতুক অভিনেতা। ফোর্বসের তথ্যমতে, বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ১.১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার। অধিকাংশ কমেডিয়ান তো বটেই, বহু বড় বড় তারকার চেয়েও তার সম্পত্তি বেশি।
ডোয়েইন জনসনের মোট সম্পদ ৮৯০ মিলিয়ন ডলার, শাহরুখ খানের ৮৭০ মিলিয়ন ডলার, টম ক্রুজের ৮০০ মিলিয়ন ডলার ও ব্র্যাড পিটের সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার।
কমেডিয়ানদের মধ্যে একমাত্র এলেন ডিজেনারেসই সম্পত্তির দিক থেকে সাইনফেল্ডের কিছুটা কাছাকাছি আসতে পেরেছেন। এলেনের সম্পত্তি ৫০০ মিলিয়ন ডলার। আরেকজন প্রাক্তন কৌতুকাভিনেতা ও বর্তমানে মিডিয়া মোগল বায়রন অ্যালেনের সম্পত্তি ৭৩৫ মিলিয়ন ডলার। তবে এলেনের আয়ের মূল উৎস তার মালিকানাধীন মিডিয়া গ্রুপ।
জেরি সাইনফেল্ড যেভাবে বিলিয়নিয়ার হলেন
স্রেফ দুটি বাক্যে জেরি সাইনফেল্ডের অভিনয় ক্যারিয়ারের বর্ণনা দেওয়া যায়। ১৯৮০ সালে টিভি শো 'বেনসন'-এ ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক। ১৯৮২ সালে আরেকটি ক্যামিও চরিত্রে অভিনয়ের পর ১৯৮৯ সালে তিনি নিজের নামে তৈরি সিটকম 'সাইনফেল্ড'-এ প্রধান চরিত্রে অভিনয় করেন।
এর পরের নয় বছর টিভি রেটিংয়ে রাজত্ব করেন জেরি সাইনফেল্ড। তারকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান এ কমেডিয়ান।
তবে ১৯৯৮-এ ওই শো শেষ হওয়ার পর তিনি স্ট্যান্ড-আপ কমেডি ও হোস্টিংয়ে ফিরে যান।
জেরি সাইনফেল্ড অভিনয় করেছেন খুবই কম। মাত্র দুটি সিনেমায় দেখা গেছে তাকে—'বি মুভি' (২০০৭) ও 'আনফ্রস্টেড' (২০২৪)। তবে কোনো ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি।
তাহলে প্রশ্ন আসতে পারে, তবু তিনি এত সম্পত্তির মালিক হলেন কীভাবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, ২৬ বছর আগে শেষ হয়ে গেলেও 'সাইনফেল্ড' থেকে প্রতি বছর এখনও মিলিয়ন ডলার আয় করেন এই কমেডিয়ান।
ব্লুমবার্গের তথ্যানুসারে, এ শো-র সিন্ডিকেশন চুক্তি থেকে গত ২৬ বছরে ৪৬৫ মিলিয়ন ডলার আয় করেছেন জেরি। নেটফ্লিক্সের কাছে স্ট্রিমিং রাইটস বিক্রি করে আয় করেছেন আরও ৯৪ মিলিয়ন ডলার। আর তার স্ট্যান্ড-আপ স্পেশাল ও শোগুলো ১৯৮০-র দশক থেকে এ পর্যন্ত ১০০ মিলিয়ন ডলার আয় করেছে।
ফোর্বসের হিসাব অনুযায়ী, এই শো থেকে জেরি প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করেন। এই আয়ের সুবাদে তিনি শাহরুখ খান, টম ক্রুজ ও ব্র্যাড পিটের মতো চলচ্চিত্র তারকাদের চেয়েও বেশি ধনী বনে গেছেন। জেরি সাইনফেল্ড ১৫০টি বিলাসবহুল গাড়ির মালিক; এর মধ্যে পোর্শে আছে ৪৩টি। বিশ্বে তারচেয়ে বেশি পোর্শে আর কারও সংগ্রহে নেই। এছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে মিলিয়ন ডলারের ভিলা আছে তার।