ভারতীয় সিনেমা অস্কারে মনোনয়ন পাওয়া না পাওয়া ইস্যুতে শাহরুখের সাথে আমির বিতর্ক
বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার বেশ নামডাক রয়েছে। তবুও বলিউডের মতো সিনেমাগুলি মর্যাদাপূর্ণ অস্কারে প্রায়শই বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে নমিনেশন পেতে ব্যর্থ হয়।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বেশ পুরনো। এবার বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এটি নিয়ে মন্তব্য করেছেন আমির খান।
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে কোনো ভারতীয় সিনেমা অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন পায়নি। সর্বশেষ ২০০১ সালে আমির অভিনীত ব্লকবাস্টার 'লাগান' সিনেমাটি এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছিল।
আমির মনে করেন, অস্কারে নমিনেশন লাভ, বিশেষ করে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে জায়গা করে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। প্রায় ৮০টি দেশের সেরা সব সিনেমার সাথে টক্কর দিতে হয়। যার মধ্য ভিন্নধারার সিনেমা নির্মাণে পারদর্শী ইরান, জার্মানি, ফ্রান্স ইত্যাদি দেশ রয়েছে। এক্ষেত্রে বৈশ্বিকভাবে চরম প্রতিদ্বন্দ্বিতার কারণেই দীর্ঘ সময় ধরে ভারতীয় সিনেমা এই ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারছে না।
এই বিষয়ে অবশ্য ভিন্নমত রয়েছে বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খানের। তিনি শিল্প ও ব্যবসা উভয়ের কথা মাথা রেখেই 'লাগান' সিনেমা সুনিপুণভাবে নির্মাণ করা হয়েছে বলে মনে করেন। এমন সব বৈশ্বিকভাবে প্রশংসিত সিনেমা তৈরির রীতি ভারতের আয়ত্ত করা উচিত বলে তিনি মনে করেন। ভারতীয় সিনেমাগুলি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিযোগিতা করতে চাইলে গান ও আড়াই ঘন্টার রানটাইমের মিশ্রণে যে প্রথাগত রীতি রয়েছে সেটি থেকে সঃরে আসতে হবে বলে তিনি মনে করেন।
আমির খান অবশ্য শাহরুখের এমন দৃষ্টিভঙ্গির সাথে একমত নন। কেননা মনোনয়ন প্রাপ্ত 'লাগান' সিনেমায় ছয়টি গানের পাশাপাশি ৩ ঘণ্টা ৪২ মিনিটের দীর্ঘ রানটাইম ছিল।
বরং আমির মনে করেন, এমন সব শক্তিশালী সিনেমা তৈরি করতে হবে যেগুলো দর্শকের কাছে প্রাসঙ্গিক। কেননা একাডেমির বিচারকেরা সিনেমার রানটাইম কিংবা অন্যসব ফরম্যাট না দেখে বরং মানের দিকটিই বিবেচনা করে।
ভারতীয় সিনেমার ইতিহাসে মাত্র তিনটি সিনেমা অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেছে। অন্যদিকে 'আরআরআর' বেস্ট অরিজিনাল গান এবং 'দ্য এলিফ্যান্ট হুইসপারারস' বেস্ট ডকুমেন্টারি শর্টের খেতাব জিতেছে।
অনুবাদ: মোঃ রাফিজ খান