৭৩ বছর বয়সে মারা গেলেন ‘রোমিও অ্যান্ড জুুলিয়েট’ তারকা অলিভিয়া
'রোমিও অ্যান্ড জুলিয়েট' সিনেমার তারকা অলিভিয়া হাসি গতকাল শুক্রবার মারা গেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তার মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পোস্টে বলা হয়, 'আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, অলিভিয়া হাসি আর নেই। তিনি ২৭ ডিসেম্বর (শুক্রবার) নিজ বাড়িতে মারা গেছেন। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।'
অলিভিয়ার জন্ম ১৯৫১ সালের ১৭ এপ্রিল, আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে।
১৯৬৮ সালে 'রোমিও এবং জুলিয়েট' সিনেমায় জুলিয়েট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ব্রিটিশ এই অভিনয়শিল্পী। এ সিনেমায় অভিনয় করে সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি।
'রোমিও অ্যান্ড জুলিয়েট' ছাড়াও 'ব্ল্যাক ক্রিসমাস', 'জেসাস অব নাজারেথ', 'ডেথ অন দ্য নীল'-এর মতো বেশকিছু জনপ্রিয় সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন অলিভিয়া।