ভিকি-ক্যাটরিনার গায়ে হলুদের ছবি হাজির!
স্বপ্নময় এক বিয়ের আয়োজন সারলেন ভিকি-ক্যাটরিনা! যদিও বিয়ের আনুষ্ঠানিকতা বা রিসেপশন পর্ব এখনো শেষ হয়নি, কিন্তু তার আগেই ভক্তদের সাথে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি শেয়ার করতে ভুলেননি এই জুটি।
বিয়ের দিনই ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন বিয়ের ছবি। লাল রং এর সব্যসাচী লেহেঙ্গায় ক্যাটরিনার সেই ছবি এখনো ভেসে বেড়াচ্ছে নেটমাধ্যমে। এবার ভিকি কৌশল শেয়ার করেছেন নিজেদের গায়ে হলুদের ছবি। সঙ্গে ক্যাপশনে প্রকাশ করেছেন নিজের অনুভূতি, লিখেছেন, "শুকরিয়া, সবুর ও আনন্দ"। ক্যাটরিনাও একই ক্যাপশনে হলুদের ছবি পোস্ট করেছেন।
বিয়ের দিনের মতো গায়ে হলুদেও লাবণ্যতায় উজ্জ্বল ক্যাটরিনা! সাদা লেহেঙ্গা ও ফ্লোরাল নেকলেস জড়িয়ে মঞ্চে বসেছিলেন তিনি। তবে গায়ে হলুদের আগেই হয়ে গেছে মেহেদি অনুষ্ঠান। তাই হলুদের দিন ক্যাটের মেহেদিরাঙা হাত নজর কেড়েছে সবার।
অন্যদিকে বর ভিকি পরেছিলেন সাদা কুর্তা-পায়জামা, কিন্তু হলুদ লাগানোর সময় তাকে কুর্তা খুলে গলায় শুধু গোলাপি ওড়না পেচানো অবস্থায় দেখা গেছে।
ভিকির পোস্ট করা ছবিগুলোতে উল্লসিত ভিকি-ক্যাটরিনাকে দেখতে পেয়েছে ভক্তরা। একটি ছবিতে দেখা যায়, ভিকির বাবা শ্যাম কৌশল ছেলের বাহুতে হলুদ লাগিয়ে দিচ্ছেন। পরে অবশ্য অভিনেতাকে তাঁর শার্ট খুলতে হয় এবং হলুদে ডুবে যায় পুরো শরীর! এরপর বন্ধুরা মিলে এক বালতি পানি ঢেলে দেন বরের শরীরে। পানি ঢালার সময় কালো সানগ্লাস পরে কুল ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে ভিকিকে। ক্যাটরিনা নিজেও ভিকির গালে হলুদ মাখাতে ভোলেননি।
ক্যাটরিনার পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, ভিকির মা বীণা ক্যাটের গালে হলুদ লাগিয়ে দিচ্ছেন। এদিন গোলাপের পাপড়ি ডুবানো পানিতে গোসল করানো হয় অভিনেত্রীকে।
ক্যাটরিনা ও তার মা সুজান টারকুটের পাশাপাশি বসে থাকা ছবিও রয়েছে এর মধ্যে। এ সময় ভিকির ভাই সানি কৌশল তাদের পাশে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস