নিজের খামারবাড়িতে সাপে কাটলো সালমান খানকে, দুশ্চিন্তায় ভক্তরা
শুটিংয়ের ব্যস্ততা না থাকলে শহুরে কোলাহল থেকে দূরে সময় কাটাতে ভালোবাসেন সালমান খান। সময় পেলেই চলে যান নিজের পানভেলের খামারবাড়িতে। সেখানে শাহকসবজি চাষ ও পশুপাখিদের সাথে সময় কাটানোর মতো কাজে ব্যস্ত থাকেন তিনি। সেসব মুহূর্তের একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কিন্তু এবার নিজের খামারবাড়িতেই কিনা বিপদে পড়লেন বজরঙ্গি ভাইজান! রবিবার (২৬ ডিসেম্বর) ভোরবেলা পানভেলের খামারবাড়িতে সাপের কামড়ে পর্যুদস্ত হয়েছেন তিনি।
সাপের কাটার সাথে সাথেই দ্রুত মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সালমানকে। প্রিয় তারকার এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন ভক্তরা।
বড়দিন উপলক্ষে এবার পানভেলের খামারবাড়িতে গিয়েছিলেন সালমান। দুর্ঘটনার পর মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে সকাল ৯টা নাগাদ ছাড়া পান তিনি। জানা গেছে, সালমানকে যে সাপে কামড়েছে তা বিষাক্ত নয়। তাই প্রাথমিক চিকিৎসার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত নিজের খামারবাড়িতেই বিশ্রাম নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, নতুন বছরেই 'টাইগার ৩' ছবির শুটিংয়ে দিল্লি যাওয়ার কথা রয়েছে সালমানের। অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে সেখানে ১৫ দিন শুটিং করবেন তিনি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এর মাঝে সেখানে হাজির হওয়ার কথা রয়েছে শাহরুখ খানেরও। সালমানের ছবিতে তিনি একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন চলছে বলিউডপাড়ায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস