আমরা দুজন একসঙ্গে বুড়োবুড়ি হতে চাই: মিম
গত ৪ জানুয়ারি বিয়ে করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বিয়ের আগে ও পরে বেশ ব্যস্ত সময় পার করলেন এই অভিনেত্রী। এদিকে গত কয়েকদিন ধরে স্যোশাল মিডিয়ায় তার গায়ে হলুদ, বিয়ে, হেলিকপ্টারে শ্বশুরবাড়ি যাওয়ার ছবি রয়েছে আলোচনায়। আজ দুপুরে তিনি কথা বলেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে।
টিবিএস: অভিনন্দন মিম। নতুন জীবন শুরু করলেন। কেমন লাগছে?
মিম: খুব ভালো। বিয়ে নিয়ে টানা কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। যদিও সবকিছু নিয়ে আগে থেকে প্লান করা ছিলো। তবুও টেনশন তো ছিলই। সবকিছু ঠিকমতো শেষ হয়েছে এটাই শান্তি। এখন ভালো লাগছে।
টিবিএস: সবকিছুই আগে থেকেই প্লান ছিল আপনার?
মিম: একদম। অনেকেই বলাবলি করছে ভারতের বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা পোশাক বিয়েতে কিনেছি ক্যাটরিনার সাথে মিল রেখে। তাদের জন্য বলে রাখি, আমার বিয়ের লেহেঙ্গা দিল্লি থেকে কিনেছি ২০১৯ সালে। এই ডিজাইন এখন আর পাওয়া যায় না। তাই ক্যাটরিনার সাথে মিল পাওয়ার কোনো কারণ নেই। শুধু এটা নয়, আমার বিয়ের সব পরিকল্পনা আরও এক থেকে দুই বছর আগে করা। হল বুকিং, ডেকোর, ফটোগ্রাফার সবকিছুই লক করা অনেক আগে। সত্যি কথা হলো, আমার বিয়ে করার পরিকল্পনা ছিলো ২০২০ সালে। কোভিডের কারণে পিছিয়ে ২০২২ এ করলাম। আর আপনারা তো জানেন, বিয়ের পরিকল্পনা কিন্তু হুট করে হয় না। তাই দয়া করে ক্যাটরিনার সাথে মেলাবেন না। আমি দুই বছর আগে থেকে বিয়ের পরিকল্পনা করছি। আর ক্যাটরিনা তো সেদিন বিয়ে করলেন।
টিবিএস: শ্বশুরবাড়িতে গেলেন হেলিকপ্টারে চড়ে। সেখানে সবাই নিশ্চয় খুব আনন্দ করেছে?
মিম: হ্যা, বিয়ে উপলক্ষে আমার বর সনির সব আত্মীয়-স্বজন এসেছিল। সবাই আমাকে খুব আপন করে নিয়েছিল। আমার একবারও মনে হয়নি আমি শ্বশুরবাড়ি গিয়েছি, মনে হয়েছে নিজের বাড়িতেই আছি। দুদিন ছিলাম। আমার শ্বাশুড়ি একদন নিজের মেয়ের মতো করে আমার যত্ন করেছেন। আর হেলিকপ্টারে যাওয়ার প্লানটাও আগে থেকেই ছিলো।
টিবিএস: আপনাদের হানিমুনে যাওয়ার কথা ছিল মালদ্বীপে। সেটা কবে যাচ্ছেন?
মিম: আমাদের আগামীকাল (মঙ্গলবার) যাওয়ার কথা ছিলো। কোভিডের কারণে একটু পিছিয়েছি। আমাদের আত্নীয়স্বজন অনেকেই কোভিডে পজিটিভ হয়েছেন। দুই-চারজন আইসোলেশনে আছে। সনিরও লক্ষণ আছে। টেস্ট করা হয়নি। এই অবস্থায় আসলে যাওয়া কঠিন। আপাতত নিজেদের মতো করে কিছুদিন সময় কাটাতে চাই।
টিবিএস: সবাই জানেন আপনার বর সনি পোদ্দার একজন ব্যাংকার। এবং আপনাদের ছয় বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিলো। সনির কোন তিনটি গুণ আপনাকে মুগ্ধ করেছে?
মিম: সনির প্রথম গুণ, ও অসম্ভব ভালো একটা ছেলে। দ্বিতীয়ত, খুবই রেসপন্সিবল। ও নিজের ফ্যামিলিকে যতটা কেয়ার করে আমার ফ্যামিলিকেও তাই করে। আমার জীবনে ওর মতো একটা ছেলে খুব দরকার ছিলো। আর তৃতীয়ত, ও আমাকে প্রচন্ড ভালোবাসে।
টিবিএস: সনি সাহেব কি কখনো বলেছেন আপনার কি দেখে প্রেমে পড়েছিলেন?
মিম: (হাসি) না। আমাকে কখনও বলেনি। এটা আপনারা ওকে জিজ্ঞেস করতে পারেন। ও ভালো বলতে পারবে।
টিবিএস: আপনার অভিনয় নিয়ে উনি বা ওনার পরিবার কিছু বলেছেন। বিয়ের পরে অভিনয় ছেড়ে দেবেন না তো?
মিম: একেবারেই না। বাধা তো দূরের কথা, ওর ফ্যামিলি সবসময় চায় আমি ক্যারিয়ারে আরও মনোযোগ দিই। সবসময় সাপোর্ট দেয়। আর সনি তো চায়ই। আমি আগামী সপ্তাহেই কাজে ফিরছি। বিজ্ঞাপনের শুটিং আছে। তারপর সিনেমার শিডিউল দেয়া।
টিবিএস: বিয়ের পর নিজের মধ্যে কি পরিবর্তন দেখছেন?
মিম: আমি তো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগের মতোই আছি। আর পরিবর্তন কিছু হলেও সেভাবে বুঝতে পারছি না। এভাবে থেকেই আমরা দুজন একসঙ্গে বুড়োবুড়ি হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।