৫০ বছর পর আবারও বড়পর্দায় 'দ্য গডফাদার'
১৯৭২ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ফ্রান্সিস ফোর্ড কপ্পোলা পরিচালিত 'দ্য গডফাদার'। মারিও পুজোর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল অস্কারজয়ী এই ছবি।
তিনটি পর্বে ছবি হয়ে পর্দায় এসেছিল গল্প; মারলন ব্র্যান্ডো থেকে শুরু করে আল পাচিনো- ছবির প্রতিটি অভিনেতাই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সের স্বাক্ষর রেখেছিলেন।
সেই ত্রয়ী মুক্তির ৫০ বছর পেরিয়েছে ২০২২ সালে। সুবর্ণজয়ন্তী পালনে তাই প্যারামাউন্ট পিকচার্স নিয়ে এসেছে 'দ্য গডফাদার' এর ঝকঝকে ভার্সন! হ্যাঁ, ঘণ্টার পর ঘণ্টা বসে বসে অর্ধশতক পুরনো এই ছবির রিল পুনরুদ্ধার করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নত করা হয়েছে ছবির পিকচার কোয়ালিটিও। পাশাপাশি ডলবি প্রযুক্তি যোগ করা হয়েছে ছবির সাউন্ড আরও উন্নতমানের করার লক্ষ্যে।
প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রেক্ষাগৃহে ফের একবার মুক্তি পাবে 'দ্য গডফাদার'।
- সূত্র- হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা