প্রেমের চেয়ে আমার বিয়ের প্রপোজাল বেশি আসতো: শবনম বুবলি
ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে চলচ্চিত্র অভিনেত্রী বুবলি অভিনীত নতুন ছবি 'টান'। তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ছবিতে বুবলিকে নতুনভাবে উপস্থাপন করেছেন পরিচালক রায়হান রাফি। সিনেমাটি নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেছেন শবনম বুবলি।
'টান' সিনেমায় যুক্ত হলেন কিভাবে?
বুবলি: এটা আসলে হুট করে করা। বেশ কিছুদিন আগে রাফি (রায়হান রাফি) ভাই আমাকে গল্পটা শোনান। পাশাপাশি শুটিং অ্যারেঞ্জমেন্ট, প্ল্যানিং সব জানান। তখনই ভালো লেগে যায়। তারপর শুটিং প্ল্যান করেন। করোনা যখন কমছিল, তখনই শুটিংটা করি। ঢাকার ভেতরেই পুরো শুটিং করেছি। যারা ছবিটা এরইমধ্যে দেখেছেন তারা নিশ্চয় বুঝে গেছেন, পুরান ঢাকায় শুট করা হয়েছে। বিশেষ করে সূত্রাপুর-গেন্ডারিয়া এলাকাতেই বেশিরভাগ অংশের শুটিং করা হয়েছে।
কিন্তু 'টান' ছবিটা পছন্দ করার পেছনে কি এটাই কারণ নাকি অন্য কিছু?
বুবলি: সত্যি কথা বলতে কি, আমার ক্যারিয়ারের শুরু থেকে মিষ্টি প্রেমের বা প্রোপার রোমান্টিক ছবি কম করা হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে তো সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাইবো। সেই জায়গা থেকে গল্পটা শোনার পরই আগ্রহ বেড়ে যায়। মনে হয় এই প্রেমের সিনেমাটা আমি করতে পারি। এছাড়া রায়হান রাফির পরিচালনায় প্রথম কাজ এবং নায়ক সিয়ামের বিপরীতেও প্রথমবার। সব মিলেই আগ্রহটা তৈরি হয়েছিল।
সিনেমায় আপনাকে সিয়ামের প্রেমিকা হিসেবে বেশ সাবলীল মনে হলো?
বুবলি: হা হা। আসলে এটার বড় কারণ রাফি ভাই। আমরা আগে বেশ কয়েকবার বসেছি। গল্পটা নিয়ে কথা বলেছি। প্রথমবার আমার কো-আর্টিস্ট সিয়াম। তাই আমাদের কেমিস্ট্রিটা খুব জরুরী। আমাদের হাতে পুরো স্ক্রিপ্টটা ছিলো না। রাফি ভাইয়া আমাদের একটা প্লট ও ডিরেকশনটা দিয়েছিলেন। আর বলে দিয়েছিলেন তিনি কী চান। আমরা সেই চেষ্টাটা করেছি।
কিন্তু প্রেম তো করতেন এবং করেনও।
বুবলি: না না। ওইরকম কিছু না। বাস্তবে খুব চুপচাপ স্বভাবের আমি। প্রেমিকা হিসেবে অতটা চঞ্চল নই। আমার বেলায় যেটা ঘটতো, প্রেমের চেয়ে আমার বিয়ের প্রপোজাল বেশি আসতো। নাইন-টেনে যখন পড়ি তখন থেকেই বিয়ের প্রপোজাল আসা শুরু হয়। একটা সময় তো আমি ফ্যামিলির গেট টুগেদারে যাওয়া বন্ধ করেছিলাম।
'টান' সিনেমা দেখে তো আপনাকে খুব কমবয়সী মনে হলো।
বুবলি: কি বলেন, আমি তো কমবয়সীই। 'টানে' যে রকম মনে হয়েছে সেইরকমই আসলে বয়স। (হাসি)
আপনার শুরু হয়েছিল এফডিসি ঘরানার পরিচালকদের হাত ধরে। এখন আপনি নিয়মিত একটু বাইরের পরিচালকদের সিনেমায় অভিনয় করছেন। কোনো পরিবর্তন কি দেখেন?
বুবলি: আমার শুরু হয়েছিল প্রায় ছয় বছর আগে 'বসগিরি' সিনেমার মাধ্যমে। ওই সিনেমার পরিচালক ছিলেন শামীম আহমেদ রনি। তারপর থেকে এফডিসি ঘরানার ডিরেক্টরদের সিনেমাই বেশি করা হয়েছে। এখন অবশ্য রায়হান রাফি, সৈকত নাসির, তপু খান, সাইফ চন্দনের মতো ডিরেক্টরদের সিনেমা বেশি করা হচ্ছে। সত্যি কথা কি, একেকজন ডিরেক্টরের কাজের প্যাটার্ন একেকরকম। এফডিসি ঘরানার ডিরেক্টরদের কাজের প্যাটার্ন একরকম। আবার যারা নতুন এবং একটু বাইরের ঘরানার তাদের কাজের ধরন আলাদা। আমার আসলে ভিন্ন একটা এক্সপেরিয়েন্স হলো।
সেটা কেমন?
বুবলি: সত্যি কথা হলো, কাজের ব্যাপারে সবাই খুব সিরিয়াস। কিন্তু এখন তো সময় বদলে গেছে। তাই সময়োপযোগী কাজ আমাদের দরকার। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের কনটেন্টও বদলাতে হবে। দর্শক কিন্তু এখন অনেক জাজমেন্টাল। তারা অনেক কিছু মাথায় নিয়ে কনটেন্ট দেখতে বসেন। আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, কিন্তু এরমধ্যেই আমাদের ভালো করতে হবে। এই কারণে এখন কনটেন্টটাকে গুরুত্ব দিয়ে আমাদের আরও ভালো কাজ করতে হবে।
এবার একটু অন্য প্রসঙ্গ। আপনার শুরু শাকিব খানের নায়িকা হিসেবে। তারপর কিছুদিন হলো সব নায়কের বিপরীতেই অভিনয় করেছেন।
বুবলি: আমি কিন্তু শুরু থেকেই বলেছি একজন শিল্পী হিসেবে আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই। চলচ্চিত্র কিন্তু আমার জন্য একেবারে নতুন একটা জায়গা ছিলো। তাই আমি একটু সময় নিয়েছি। তবে আমি সবসময় গল্পটাকে গুরুত্ব দিই। সত্যি কথা হলো, এতদিন যত কো-অ্যাক্টরের সাথে আমি কাজ করেছি সবাই খুব ভালো এবং সিনসিয়ার।
আপনার আরেকটি সিনেমা 'তালাশে'র গান রিলিজ হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
বুবলি: বেশ ভালো। গানটি সবাই খুব পছন্দ করেছেন। তবে 'তালাশ'কে আমরা মিউজিক্যাল ফিল্ম বলতে পারি। সাথে দারুণ কিছু রোমান্স আছে। এটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে।