জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’র জয়জয়কার
গাজী রাকায়েত হোসেন পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'গোর' মোট ১১টি বিভাগে ও সিয়াম-পরিমনি অভিনীত 'বিশ্বসুন্দরী' মোট ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এই দুটি ছবি যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মাননাও পেয়েছে।
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে আজ। এবার চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য মোট ২৭টি বিভাগে ৩০টি পুরষ্কার দেওয়া হচ্ছে।
মঙ্গলবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সরকারি অনুদানপ্রাপ্ত 'গোর' ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম ছবি। গত মে মাসে ছবিটি বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন গাজী রাকায়েত।
ছবিটি প্রযোজনার জন্য ফরিদুর রেজা সাগরের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পদক পেতে যাচ্ছেন গাজী রাকায়েত। এছাড়া শ্রেষ্ঠ পরিচালক, কাহিনীকার ও চিত্রনাট্যকারের পদকও পাচ্ছেন এই খ্যাতিমান নির্মাতা।
এদিকে 'বিশ্বসুন্দরী' সিনেমার অভিনেতা মো. সিয়াম আহমেদ পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করা ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন 'গন্ডি' সিনেমায় অভিনয় করা অপর্ণা ঘোষ। 'হৃদয় জুড়ে' ছবির জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেতে যাচ্ছেন বেলাল খান।