নিষেধাজ্ঞা কাটিয়ে দুই বছর পর ভারতে ফেরদৌস
দুই বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ভারত ভ্রমণে গেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের আগরতলায় পৌঁছেছেন এই তারকা। সেখানে তার ৪-৫ দিন অবস্থান করার কথা রয়েছে তার।
এবার আগরতলায় চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়েছেন ফেরদৌস। তবে সেখান থেকে তিনি কলকাতায় যাবেন কিনা তা এখনো জানা যায়নি।
বছর দুয়েক আগে পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে অভিনেতা ফেরদৌস আহমেদকে নিষিদ্ধ করে ভারত সরকার। ওই ঘটনার পর তৎক্ষণাৎ তাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয় এবং তার বিজনেস ভিসাও বাতিল করা হয়।
২০১৯ সালে ভারত-বাংলাদেশ সীমান্তের রায়গঞ্জ এলাকায় টলিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল সরকারের সাথে রাজনৈতিক প্রচারণায় অংশ নিতে দেখা যায় ফেরদৌসকে। এই কাজের জেরে অভিনেতাকে কালো তালিকাভুক্ত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এমনকি এই নিষেধাজ্ঞার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র থেকে বাদ পড়েন ফেরদৌস। কারণ ছবিটি নির্মিত হচ্ছে ভারতের মুম্বাইয়ে।
পরবর্তীতে ফেরদৌস বলেন, অন্য একটি দেশের নির্বাচনী প্রচারণায় জড়িয়ে পড়াটা 'ভুল' ছিল। তবে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি আবেগবশত এ কাজ করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া