‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’ তুলে দিলেন প্রধানমন্ত্রী
'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০' বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বাসভবন `গণভবন' থেকে অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম এবং অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী আনোয়ারা বেগম। তাঁর পক্ষে পুরস্কার নেন মেয়ে রোমানা ইসলাম মুক্তি। অভিনেতা রাইসুল ইসলাম আসাদের কাছে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এরপর সেরা চলচ্চিত্র, নির্মাতা ও কলাকুশলীদের হাতে একে একে তুলে দেওয়া হয় চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় এ পুরস্কারটি।
এ সময় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন।
পুরস্কার পেলেন যারা
সেরা চলচ্চিত্র বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছে 'গোর (দ্য গ্রেভ)' ও 'বিশ্বসুন্দরী' চলচ্চিত্র। 'গোর' ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন গাজী রাকায়েত।
'বিশ্বসুন্দরী' চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন সিয়াম আহমেদ এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পান 'গোর' চলচ্চিত্রের জন্য দীপান্বিতা মার্টিন। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 'বিশ্বসুন্দরী' ছবির জন্য ফজলুর রহমান বাবু এবং 'গণ্ডি' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ।
'বীর' ছবিতে খলচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর। `গণ্ডি'-তে অভিনয় করে সেরা শিশুশিল্পীর পুরস্কার জিতেছেন মুগ্ধতা মোর্শেদ ঋদ্ধি।
শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার জিতেছেন 'হৃদয়জুড়ে' ছবির 'বিশ্বাস যদি যায়রে' গানের জন্য বেলাল খান এবং 'বিশ্বসুন্দরী' ছবির জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন প্রয়াত মো. সহিদুর রহমান।
সেরা গায়কের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল 'বিশ্বসুন্দরী' চলচ্চিত্র এবং যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা 'বিশ্বসুন্দরী' ও সোমনুর মনির কোনাল 'বীর' চলচ্চিত্রে গানের জন্য ।
সেরা গীতিকার হিসেবেপুরস্কার পেয়েছেন কবির বকুল, সেরা সুরকার হিসেবে পেয়েছেন মো. মাহমুদুল হক ইমরান।
'বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়' নামে সৈয়দ আশিক রহমান পরিচালিত প্রামাণ্যচিত্রটি জিতে নিয়েছে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র পুরস্কার। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে জান্নাতুল ফেরদৌস পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আড়ং'।
এছাড়া, গাজী রাকায়েত (চিত্রনাট্যকার), ফখরুল আরেফিন খান (সংলাপ), শরিফুল ইসলাম (সম্পাদনা), উত্তম কুমার গুহ (সেরা শিল্প নির্দেশনা), পঙ্কজ পালিত এবং মাহবুব উল্লাহ নিয়াজ (সম্মিলিতভাবে সেরা চিত্রগ্রাহক), মো. শাহাদাত হাসান বাঁধন (সেরা শিশুশিল্পী বিভাগে বিশেষ পুরস্কার), কাজী সেলিম আহমেদ (সাউন্ড ডিজাইনার), এনামতারা বেগম (পোশাক) এবং মোহাম্মদ আলী বাবুল (মেকআপ) পুরস্কার জিতে নিয়েছেন।
পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তারকারা। এ সময় নৃত্য পরিবেশন করেন রোজিনা, অরুনা বিশ্বাস, নতুন, মিম, দিঘী, ইমন, সাইমনসহ অনেকেই। বিশেষ কৌতুক পর্বে অংশ নেন চঞ্চল চৌধুরী ও সাজু খাদেম। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফেরদৌস ও পূর্ণিমা।
এর আগে, ১৫ ফেব্রুয়ারি ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য মোট ২৭ বিভাগে ৩২ জনকে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সরকার।