নেটফ্লিক্সে কমেডিয়ান হিসেবে পর্দায় ফিরছেন রোয়ান অ্যাটকিনসন
নেটফ্লিক্সের 'ম্যান ভার্সাস বী' নামক শো এর মাধ্যমে কমেডি অভিনেতা হিসেবে পর্দায় ফিরছেন রোয়ান অ্যাটকিনসন। ভক্তদের অপেক্ষার পালা শেষ করে মুক্তি পেয়েছে শো এর ট্রেইলার। স্ল্যাপস্টিক শ্রেণীর এই শো-তে নতুন একটি চরিত্রে থাকছেন খ্যাতনামা এই কমেডিয়ান।
স্ল্যাপস্টিক এমন একটি হাস্যরসাত্বক ধরনের ছবি যেখানে সাধারণের চাইতে একটু বেশিই মজাদার নানা অঙ্গভঙ্গির দেখিয়ে দর্শকদের বিনোদন দেওয়া হয়। আর এক্ষেত্রে সবার প্রিয় মি. বিন এর চাইতে ভালো আর কে ই বা হতে পারে!
নব্বইয়ের দশকের জনপ্রিয় শো মি. বিন এর মাধ্যমে দুনিয়াজোড়া খ্যাতি পান রোয়ান অ্যাটকিনসন। কোনোরকম কথা না বলে শুধুমাত্র অঙ্গভঙ্গি দিয়েই বাজিমাত করেছিলেন এই কমেডিয়ান। আজও তার সেই চরিত্রটির নাম সবার মুখে মুখে ফেরে।
নতুন শো-টি যদি মি. বিনের জনপ্রিয়তার ধারেকাছে যেতে পারে তাহলে বলাই বাহুল্য, এর ব্যবসায়িক সাফল্যও কেউ ঠেকাতে পারবে না।
তবে এর বাইরেও এই ইংরেজ কমেডিয়ান বিভিন্ন চলচ্চিত্র ও ফ্র্যাঞ্চাইজিতে হাজির হয়েছেন। ব্ল্যাকেডের ও জনি- এর মতো প্রজেক্টে নিজের প্রতিভা ও দক্ষতার পরিচয় দিয়েছেন রোয়ান অ্যাটকিনসন।
ম্যান ভার্সাস বী এর প্রিমিয়ারের তারিখ নির্ধারণ করা হয়েছে এবছরের ২৪ জুন।
ট্রেইলারে দেখা গেছে, রোয়ান অ্যাটকিনসন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি, কারণ তার বিরুদ্ধে আছে একাধিক অভিযোগ। কিন্তু তিনি নিজে এর জন্য দায়ী করেছেন সামান্য একটা মৌমাছিকে!
ট্রেইলার দেখুন এই লিংকে:
সূত্র: স্ক্রিন র্যান্ট