আমির খানকে 'ভারতের জেমস ক্যামেরন' বলে পরিচয় করিয়েছিলেন স্পিলবার্গ!
বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন, স্টিভেন স্পিলবার্গ প্রশংসা করছেন- এমন সৌভাগ্য অভিনেতাদের ক্ষেত্রে বিরল। কিন্তু বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খানও তো যেনতেন কেউ নন, তাই 'লাল সিং চাড্ডা' নির্মাণ করতে গিয়ে ঠিকই স্পিলবার্গের হাত থেকে সেই প্রশংসা কুড়িয়ে এনেছেন তিনি। স্টিভেন স্পিলবার্গ আমির খানকে টম হ্যাংকসের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন 'ভারতের জেমস ক্যামেরন' বলে!
ব্যাপারটা আরেকটু খোলাসা করা যাক। মুক্তির অপেক্ষায় থাকা বলিউড চলচ্চিত্র 'লাল সিং চাড্ডা' যে হলিউডের কালজয়ী চলচ্চিত্র 'ফরেস্ট গাম্প' অবলম্বনে তৈরি, তা এতদিনে অনেকেই জানেন। কিন্তু মূল ছবির পরিচালক রবার্ট জেমেকিস বহুদিন যাবত আমির খানকে এই ছবির হিন্দি রিমেক তৈরি করতে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। তাই ছবিটির মূল চরিত্রে থাকা অভিনেতা টম হ্যাংকস ও খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গের শরণাপন্ন হন আমির। স্পিলবার্গ যখন টম হ্যাংকসকে নিয়ে 'ব্রিজ অব স্পাইস' এর শুটিং করছিলেন, তখনই একদিন সেটে হাজির হন আমির।
কিন্তু আমির খান যখন শোনেন স্পিলবার্গ ও টম হ্যাংকস দুজনেই তার 'থ্রি ইডিয়টস' ছবিটি তিনবার করে দেখেছেন, তখন বিস্ময়াভিভূত হয়ে যান অভিনেতা। শুধু তাই নয়, স্পিলবার্গ টম হ্যাংকসের কাছে আমিরকে পরিচয় করান 'ভারতের জেমস ক্যামেরন' বলে। সেদিনের আলাপচারিতার সময়ই এই ত্রয়ীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং আমির খান স্পিলবার্গকে অনুরোধ করেন রবার্ট জেমেকিসের সাথে কথা বলে তাকে রাজি করাতে।
সেদিন স্পিলবার্গ আরো জানান, জেমেকিস ও তার মধ্যে অনেকটা বাবা-ছেলের মতোই সম্পর্ক। তবে বাবা-ছেলের মধ্যে যে ঝগড়াও হয় মাঝেমধ্যে, সেটিও জানাতে ভোলেননি এই হলিউড আইকন। তিনি বলেন, জেমেকিস আমিরের সাথে দেখা করতে চাইছেন না কারণ তিনি তাকে মুখের উপর 'না' বলতে চাইছেন না। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না আমির খান। অবশেষে 'ফরেস্ট গাম্প' খ্যাত পরিচালককে বুঝিয়ে রাজি করাতে সক্ষম হন আমির এবং প্যারামাউন্ট পিকচারসের প্রযোজকদের কাছ থেকে রিমেক সত্ত্ব আদায় করেন।
কিন্তু তার চেয়েও মজার ব্যাপার হলো, কালজয়ী এই হলিউড চলচ্চিত্রের রিমেক তৈরির আইডিয়া প্রথম আমিরের মাথায় আসে 'জানে তু ইয়া জানে না'র প্রিমিয়ারের পর। এই ছবিটির মাধ্যমে ২০০৮ সালে বলিউডে অভিষেক হয় ইমরান খানের। অভিনেতা অতুল কুলকার্নি আমিরের বাড়িতে তার সাথে দেখা করেন এবং তাকে তার প্রিয় চলচ্চিত্র কোনটি তা জিজ্ঞেস করেন। আমির উত্তর দেন- 'ফরেস্ট গাম্প'।
এর দুই সপ্তাহ পরে অতুল আমিরকে কল দিয়ে জানান, তিনি আমিরকে একটা চিত্রনাট্য পড়ে শোনাতে চান। ঐ স্বল্প সময়ের মধ্যেই 'ফরেস্ট গাম্প' এর হিন্দি রিমেকের একটি চিত্রনাট্য তৈরি করেছিলেন অতুল।
কিন্তু এর পরবর্তী দুই বছরেও আমির সেই চিত্রনাট্য পড়েও দেখেননি। অবশেষে যখন তিনি 'ধুম ৩' এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অতুল আবারও তাকে কল দিয়ে জোরাজুরি করেন যেন তিনি হিন্দি রিমেকের চিত্রনাট্যটি শোনেন। এরপর আমির ও তার ম্যানেজার অদ্ভৈত চন্দন চিত্রনাট্যটি শোনেন এবং দুজনেরই খুব পছন্দ হয়। তখন থেকেই 'লাল সিং চাড্ডা'র কাজ শুরু হয় এবং সবকিছু ঠিকঠাক করতে ১০ বছর লেগে যায় তাদের!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া