মেগানের সাথে কথা বলতে বলতেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেশিন গান কেলি!
সম্প্রতি নিজের জীবনের এক কালো অধ্যায়ের কথা জানালেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী কোলসন বেকার ওরফে মেশিন গান কেলি। 'লাইফ ইন পিংক' নামক প্রামাণ্যচিত্রে নিজের ব্যক্তিগত জীবনের অজানা অনেককিছুই দর্শক-ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, প্রেমিকা মেগান ফক্সের সাথে ফোনে কথা বলতে বলতেই নাকি তিনি একবার মুখে বন্দুকের নল ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন!
ঘটনার প্রেক্ষাপটে রয়েছে মেশিন গান কেলির বাবার মৃত্যু। বাবার মৃত্যুতে ভীষণ মুষড়ে পড়েন এই শিল্পী। দীর্ঘদিন গভীর দুঃখবোধ ও বিষাদ ঘিরে ধরেছিল তাকে। নিঃসঙ্গতার কারণেই সেদিনের ট্র্যাজেডি ঘটে গিয়েছিল কেলির জীবনে।
মেশিন গান কেলি জানান, বাবার মৃত্যুর কিছুদিন পর তিনি বাবার অ্যাপার্টমেন্টে যান তার সব জিনিসপত্র সরিয়ে নিতে। সে সময় এক প্রতিবেশির সাথে দেখা হয়ে যায়, যিনি কেলির সাথে অত্যন্ত রূঢ় আচরণ করেন এবং বিভিন্ন কথার মাধ্যমে তাকে আঘাত করেন।
শিল্পীর ভাষ্যে, "আমি যেসব কথা শুনতে চাইনি, তিনি সেগুলোই আমাকে বলেন এবং আমি সেই আঘাতটা নিতে পারিনি। ঠিক ঐ মুহূর্তে আমার জগত এলোমেলো হয়ে যায়। মেগান তখন একটা সিনেমার শ্যুটিংয়ে বুলগেরিয়াতে ছিল। আমার আতঙ্কিত হয়ে পড়ি এবং মনে হতে থাকে যে, কেউ এসে আমায় হত্যা করবে!"
তিনি আরো যোগ করেন, "এরপর আমি মেগানকে কল দেই এবং বলি, আমি একা, তুমি এখন আমার পাশে নেই। আমি আমার রুমে বসে আছি এবং পাগলপ্রায় হয়ে যাচ্ছি। কথা বলতে বলতেই আমি শটগানের নল আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেই।"
কিন্তু বন্দুকের কার্তুজ জ্যাম হয়ে থাকায়ই হয়তো সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে যান কেলি। তবে তার প্রিয়জনদের ভূমিকা যে এখানে অনেক বেশি সেটি স্বীকার করেছেন এই শিল্পী। ওই মুহূর্তে মেগান ফক্স এবং মেগান-কেলির ১২ বছর বয়সী মেয়ে ক্যাসি তাকে শান্ত করার চেষ্টা করে।
'আমি তোমাকে আমার বাবা হিসেবে দেখতে চাই' বা 'আমি তোমাকে আমার স্বামী হিসেবে দেখতে চাই'... তাদের দুজনের এই উক্তিই মেশিনগান কেলির মনে পরিবর্তন নিয়ে আসে। ওই মুহূর্তেই তিনি বুঝতে পারেন যে মেগান ফক্স তার জীবনে সূর্যের রশ্মির মতোই জ্বলজ্বলে সৌভাগ্য!
- সূত্র: মার্কা