হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে হামাস কি একা হয়ে গেল?
ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি গাজায় একটি যুদ্ধবিরতি আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, 'এই যুদ্ধবিরতি গাজার সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চুক্তিটি কার্যকরভাবে বাস্তবায়ন করতে সব ধরনের সহায়তা দেবে।' এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতি গাজায় সংঘাত বন্ধ করতে এবং বন্দীদের মুক্ত করতে একটি মাইলফলক হতে যাচ্ছে।