লবণ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার: আদিলুর রহমান
চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ১৭ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সদর উপজেলার চৌফলদন্ডীতে লবণ মাঠ ও প্রস্তাবিত গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।