‘শিল্প একটা সংসার’-কবি পিয়াস মজিদ
শৈশব, কৈশোর কেটেছে তার কুমিল্লায়, উচ্চশিক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রথম বই 'নাচ প্রতিমার লাশ'। তিনি গদ্য-পদ্য লিখলেও বেঁচে থাকতে চান কবি পরিচয়ে। আমরা বলছি, কবি পিয়াস মজিদের কথা। আমাদের এই অনুষ্ঠানটি পুরোটা দেখলে কবিতা, সাহিত্য এবং শিল্প নিয়ে পিয়াস মজিদের চিন্তার গভীরতার পরিচয় মিলবে।