চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই কৃষকের নাম শাহ আলম (৫৫)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের আসকর বাড়ি এলাকার মৃত তাজের মুল্লুকের ছেলে। কৃষিকাজ করে ফেরার পথে এই ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া নারিশ্চা বন বিভাগের বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, নিহত শাহ আলম নারিশ্চা মোবারক টিলা এলাকার নিজ কৃষি জমিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকতাদের জানানো হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সরকারিভাবে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, "আমরা গিয়ে দেখি নিহত ব্যক্তির মরদেহটি নারিশ্চা এলাকার একটি খালের পাড়ে পড়ে আছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।"
বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা, ২০২১ অনুসারে, বন্যপ্রাণীর আক্রমণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার তিন লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। বাঘ, হাতি, কুমির, ভাল্লুক বা সাফারি পার্কে বিদ্যমান বন্যপ্রাণীর মাধ্যমে আক্রান্ত হলে ক্ষতিপূরণের আবেদন করা যাবে।