কোপেনহেগেনে শপিংমলে গুলিতে নিহত ৩, গ্রেপ্তার ১
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। এর বাইরে আহত হন আরও অনেকে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ ঘটনায় ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। দক্ষিণ কোপেনহেগেনের ফিল্ডস মলে ক্রেতাদের মধ্যে আতঙ্ক সৃষ্টির দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।
কোপেনহেগেন পুলিশ অপারেশন্স ইউনিটের প্রধান সরেন টমসেন সংবাদ সম্মেলনে বলেন, ফিল্ডস শপিং মলের কাছ থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে।
তিনি জানান, হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে 'সন্ত্রাসী হামলা'-র বিষয়টিও তিনি উড়িয়ে দিতে পারেন না।
দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, 'ডেনমার্ক এক নিষ্ঠুর হামলার শিকার হয়েছে।'
যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কঠিন সময় মোকাবেলার আহ্বান জানান।
সূত্র: বিবিসি